নয়াদিল্লি: করোনায় আক্রান্ত ব্রিটেনের রাজপুত্র যুবরাজ চার্লসকে সৌজন্য ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, দুজনের মধ্যে বিশ্বে অতিমারী ধারন করা কোভিড-১৯ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, প্রিন্স অফ ওয়েলস যে দ্রুত আরোগ্য লাভ করছেন, তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। চার্লসের দীর্ঘায়ু কামনা করেন মোদি। পাশাপাশি, করোনার জেরে গত কয়েকদিনে ব্রিটেনে প্রাণ হারানো মানুষদের জন্য শোকপ্রকাশও করেন মোদি।
অন্যদিকে, করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত ভারতীয়দের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন চার্লস। পাশাপাশি, ব্রিটেনের বিভিন্ন ভারতীয় ধর্মীয় ও সামাজিক সংগঠনের নিঃস্বার্থ কাজেরও প্রশংসা করেন চার্লস। সাম্প্রতিক সময়ে ভারতে আটকে পড়া ব্রিটিশদের নিজের দেশে পরিজনদের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করায় মোদির প্রশংসা করেন যুবরাজ।
আবার, ভারতীয় আয়ুর্বেদের প্রতি ইচ্ছা প্রকাশ করায় চার্লসকে ধন্যবাদ জানান মোদি। চার্লসকে প্রধানমন্ত্রী জানান, কীভাবে তিনি ছোট ছোট ভিডিও বার্তার মাধ্যমে শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য দেশের চিরাচরিত প্রতিকার ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছেন।
প্রসঙ্গত, গতমাসে করোনা পজিটিভ হন ৭১ বছরের চার্লস। এক সপ্তাহ আগেই, তিনি আইসোলেশন থেকে বেরিয়েছেন।