নয়াদিল্লি: আমেরিকায় সফরের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাইডেন এবং আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউসে নৈশভোজ সারলেন নরেন্দ্র মোদি। তাঁদের সঙ্গে ছিলেন ভারতের জাতীয় সুরক্ষা পরামর্শদাতা (National Security Advisor) অজিত ডোভাল এবং আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর জেক সুলিভান। 


হোয়াইট হাউসে বাইডেন-মোদি কোলাকুলির ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। প্রথা অনুসারেই এদিন হয়েছে উপহার দেওয়া-নেওয়াও। বাইডেনের হাতে উপহার তুলে দিয়েছন মোদি। একটি চন্দনকাঠের বাক্স দিয়েছেন তিনি। ওই চন্দনকাঠের বাক্সটি তৈরি করেছেন রাজস্থানের জয়পুরের শিল্পীরা। তার মধ্যে ছোট ছোট একাধিক উপহার রয়েছে। পশ্চিমবঙ্গের শিল্পীদের সঙ্গে তৈরি রূপোর নারকেল। মাইসোরের একটি চন্দনকাঠ। তামিলনাড়ু থেকে আনা সাদা তিল। রাজস্থানে তৈরি ২৪ ক্যারেটের সোনার কয়েন। গুজরাতে তৈরি লবণও রয়েছে। পঞ্জাব থেকে ঘি, ঝাড়খণ্ডের সিল্ক, উত্তরাখণ্ডের চাল,মহারাষ্ট্রের গুড়ও ছিল ওই বাক্সে। সংবাদ সংস্থা সূত্রের খবর, বাইডেনকে মোদি কে যে উপহার দিয়েছেন। তা হিন্দু সংস্কৃতির একটি অংশ। ANI সূত্রের খবর, সেটির নাম দৃষ্ট সহস্রচন্দ্র, যে ব্যক্তি আশি বছর এবং আট মাস পূর্ণ করে এক হাজার পূর্ণ চন্দ্র দেখেছেন তাঁকে দেওয়া হয়। এই উপহারে দশ রকম জিনিস উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাইডেনকে একটি বই উপহার দিয়েছেন। বইটির নাম  ‘The Ten Principal Upanishads’। শ্রী পুরোহিত স্বামীর সঙ্গে উপনিষদের ইংরেজি অনুবাদ করেছিলেন WB Yeats. সেই বইয়ের প্রথম সংস্করণের একটি কপি জো বাইডেনের হাতে তুলে দিয়েছেন নরেন্দ্র মোদি। 


 






আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনকেও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে একটি সাড়ে সাত ক্যারাটের গ্রিন ডায়মন্ড উপহার দিয়েছেন মোদি। 


উপহার পেয়েছে মোদিও:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে হ্যান্ডমেড, অ্যান্টিক আমেরিকান বই তুলে দিয়েছেন বাইডেন। এছাড়াও, ভিন্টেজ আমেরিকান ক্যামেরা, আমেরিকার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির বই,  রবার্ট ফ্রস্টের কবিতার বইও উপহার দিয়েছেন বাইডেন।


আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল