নয়াদিল্লি : কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh) প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। বলতে চাইলেন, গত কুড়ি বছর ধরে নরেন্দ্র মোদি যেভাবে গুজরাট সরকার, যেভাবে দেশের কেন্দ্রীয় সরকারকে চালাচ্ছেন, তা ম্যানেজমেন্ট স্কুলগুলিতেও এবার শিক্ষনীয় বিষয় হওয়া দরকার। শাসক হিসেবে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হয়ে যেভাবে সরকার চালিয়েছেন নরেন্দ্র মোদি তা চিরকাল উদাহরণযোগ্য হয়ে থাকবে। কারণ, নরেন্দ্র মোদি ২৪ ক্যারট খাঁটি সোনা।


দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ২০১৪ সালে শপথ নিয়েছিলেন। যদিও প্রশাসনের শীর্ষে থাকার অভিজ্ঞতা তাঁর মোটেই এটুকু নয়। কারণ, এর আগে তিনি গুজরাটের সরকার চালিয়েছেন। নিজের মতো করে গুজরাটকে গড়ে তুলেছেন। তাই সব মিলিয়ে দেশ এবং রাজ্যের শাসক হিসেবে নয়-নয় করে তাঁর কুড়ি বছরের অভিজ্ঞতা হয়ে গেল। এই বিষয়েই শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, 'যদি নরেন্দ্র মোদির জীবনের শেষ কুড়িটা বছরের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে ধারাবাহিকভাবে তিনি কতরকম বাধার সম্মুখীন হয়েছেন। অথচ, মোদির যাত্রা তাতে থেমে যায়নি। বরং, প্রতিটা পদক্ষেপে বুঝিয়েছেন, একজন যথার্থ নেতার কী কী গুণাবলী থাকা দরকার। এই বিষয়ে ম্যানেজমেন্ট স্কুলগুলিতে নেতৃত্বের গুণাবলী হিসেবে পড়ানোর সময় এসেছে।'


আরও পড়ুন - Diwali 2021: কালীপুজোয় কোনও ধরনের বাজি পোড়ানো যাবে না ! গত বছরের নির্দেশিকাই বহাল রাখল আদালত


বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে গিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করতে ভুলে যাননি রাজনাথ সিংহ। তিনি বলেছেন, 'অটল জি প্রধানমন্ত্রী গ্রাম-সড়ক যোজনার মধ্যে দিয়ে দেশের প্রত্যেকটি গ্রামে একে অপরের সঙ্গে যোগসূত্র তৈরি করে দিয়েছিলেন সুন্দর সড়ক দিয়ে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নগরোন্নয়নের রূপরেখাটাই বদলে দিয়েছেন। তাই না তিনি বলতে পেরেছেন 'সব কা সাথ, সব কা বিকাশ'। অটল জি যেখানে শেষ করেছিলেন, মোদি জি সেকান থেকে শুরু করে গত কুড়ি বছরে নিজের শাসনকালকে এমন একটা উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন যে, এটা সবসময়ই উদাহরণযোগ্য হয়ে থাকবে।'