আজ একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস। এবারের থিম, এক পৃথিবী, এক স্বাস্থ্য। বিশ্বের ১৩১টি দেশে যোগ দিবস পালন করাহচ্ছে। নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৫ সাল থেকে যোগ দিবস পালন শুরু করেন। এ বছর বিশাখাপত্তনমের সৈকতে যোগ দিবস পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। যোগের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস ব্যক্তিগত শৃঙ্খলা শেখায়।
যোগ দিবসে প্রধানমন্ত্রী বললেন, যোগ বিশ্বকে ঐক্যবদ্ধ করেছে। ১১ বছর ধরে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি। এখন যোগব্যায়াম বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। সিডনি অপেরা হাউস হোক বা এভারেস্ট পর্বত হোক কিংবা সমুদ্রের সীমানা, যোগব্যায়াম সকলের জন্য"। সেই সঙ্গে দিলেন বিশ্বশান্তির বার্তা। প্রধানমন্ত্রী বলেন, 'যোগের মাধ্যমে গোটা বিশ্ব একসূত্রে বাঁধা পড়েছে। যোগের অর্থ এক হওয়া। ' মোদি বলেন, "দুর্ভাগ্যবশত, আজ গোটা বিশ্ব কিছু উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাড়ছে অস্থিরতা। এমন সময়ে, যোগব্যায়াম আমাদের শান্তির পথ দেখায়।'
প্রধানমন্ত্রী চিকিৎসা ক্ষেত্রেও যোগব্যায়ামের গুরুত্বের উল্লেখ করেন। বলেন, যোগ ব্যায়াম থেরাপির কাজ তকে। দিল্লি এইমস এই ক্ষেত্রে ভালো কাজ করেছে। তাদের গবেষণায় দেখা গিয়েছে, হৃদরোগ এবং বিভিন্ন স্নায়বিক অসুখের চিকিৎসায় যোগব্যায়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । এছাড়াও মহিলাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যোগাভ্যাস।
জম্মু কাশ্মীরের উধমপুরে সেনা ছাউনিতে যোগ দিবস পালন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লেহ্তে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও শিবরাজ সিং চৌহান দিল্লিতে এবং আরেক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বিশ্ব যোগ দিবস পালন করেন মুম্বইয়ে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুরে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল জয়সলমেরে, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল মেহসানার ভাদনগরে বিশ্ব যোগ দিবস পালন করেন।
বিদেশ মন্ত্রকের সাংস্কৃতিক শাখা, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) যোগ দিবস উপলক্ষে ১৯১ টি দেশে বিভিন্ন যোগব্যায়াম অনুষ্ঠান এবং কর্মসূচির আয়োজন করেছে। ১,৩০০টি স্থানে ২০০০ টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।