নয়াদিল্লি : ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন অযোধ্যায় আসবেন না। আমজনতার কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কেন ? গোটা দেশ যখন রাম মন্দিরের উদ্বোধনের জন্য মুখিয়ে। উদ্বোধনে সামিল থাকতে চাইছেন বহু মানুষ। এরকম একটা আবহে কেন উদ্বোধনের দিন অযোধ্যায় না আসার কথা বলছেন প্রধানমন্ত্রী। তার কারণও খোলসা করেছেন তিনি। মোদি বলেন, "ভক্ত হিসাবে আমরা ভগবান রামের কোনও সমস্যা সৃষ্টি করতে চাই না। আপনারা ২৩ জানুয়ারি থেকে সবাই আসতে পারেন। চিরকাল। তারপর থেকে রাম মন্দির চিরকালের জন্য আপনাদের জন্য থাকবে।" এর পাশাপাশি প্রধানমন্ত্রীর সকলের উদ্দেশে আর্জি জানিয়েছেন, ২২ জানুয়ারি আপনারা নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালান।


রাম মন্দিরের উদ্বোধনের দিন প্রায় ৮ হাজার বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার মধ্যে মন্দিরের ১৫ শতাংশ মানুষ সংশ্লিষ্ট সাইজটে কাজ করা লোকজন। এই মেগা শো-এর আগে আজ রাম রাজ্যে ছিল মোদি শো। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে সেজে উঠেছে সরযূ পাড়ে রামের শহর। 


নির্ধারিত সময়ের আগেই আজ সকাল ৯টা ৫০-এ অযোধ্যায় পৌঁছে যান প্রধানমন্ত্রী। স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। 
রাম জন্মভূমিতে আজ একগুচ্ছ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর।
 
সকাল ১১টায় শুরু হয় ১৪ কিলোমিটার রোড শো। ধর্মপথ থেকে রামপথ রাস্তার দু’ধারে মানুষের ভিড়। রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি হয়। হাত নেড়ে পাল্টা অভিবাদন জানান মোদি। রাস্তার ধারে তৈরি করা হয়েছিল ছোট ছোট মঞ্চ। সেখানে মন্ত্রোচ্চারণ, রামের ভজন গাওয়ার পাশাপাশি  লোকশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। একলক্ষ গীতা বিলি করার কর্মসূচি নেওয়া হয়। অযোধ্যাজুড়ে শ্রীরাম ও মোদির বড় বড় কাটআউট। গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম লেখা পতাকায় ছয়লাপ রাম জন্মভূমি। 


প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন মুহুর্মুহু শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। ধর্মপথ হয়ে রামপথ ধরে রাম মন্দিরের মূল প্রবেশপথের সামনে দিয়ে গিয়ে হনুমানগড়ি ছুঁয়ে অযোধ্যা ধাম জংশন স্টেশনে শেষ হয় প্রধানমন্ত্রীর রোড শো।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন ; 'মোদি যা বলে, তা করে, অযোধ্যা তার সাক্ষী', রাম জন্মভূমি থেকে ঘোষণা মোদির