অযোধ্যা : 'মোদির গ্যারান্টিতে এত শক্তির কারণ, মোদি যা বলে, তা পুরণ করার জন্য সবকিছু করতে পারে', রামমন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় পা রেখে বললেন মোদি ( Narendra Modi ) । তাঁর সগর্ব ঘোষণা, 'এই অযোধ্যা ( Ayodhya )  নগরীও মোদির সেই গ্যারান্টির সাক্ষী'। 


 ২২ জানুয়ারি নিজের গ্রামে শ্রীরামজ্যোতি জ্বালান, দীপাবলী পালন করুন: মোদি


অযোধ্যার মানুষকে তিনি বলেন, 'এরপর অযোধ্যার মানুষের রোজগার বৃদ্ধি পাবে। অমৃত ভারত এক্সপ্রেস চালুর মধ্যে দিয়ে ভারতীয় রেল নতুন অধ্যায় সূচনা করল। বন্দে ভারত, নমো ভারত ও অমৃত ভারত রেলের দিশা বদলে দেবে। বাংলা ও কর্ণাটকের মানুষও প্রথম অমৃত ভারত ট্রেন পেল। প্রত্যেক দেশবাসীর কাছে প্রার্থনা, ২২ জানুয়ারি নিজের গ্রামে শ্রীরামজ্যোতি জ্বালান, দীপাবলী পালন করুন'


আর কয়েকদিন পরই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করার কথা মোদির। শেষ মুহূর্তের সেই প্রস্তুতি এখন তুঙ্গে। তার আগেই শনিবার, অযোধ্যা হয়ে উঠল মোদিময়। ২৪-এর লোকসভা নির্বাচনের মুখে গোটা দেশের নজর এখন, সরযূ নদীর পাড়ে। সেই মাটিতে এদিন রোড শো করার পাশাপাশি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর ও নবরূপে রেল স্টেশনের উদ্বোধন করেন তিনি। তারপর জনসভায় তিনি বলেন, 
'গোটা বিশ্ব ২২ জানুয়ারির ঐতিহাসিক দিনের অপেক্ষা করছে। আমিও আপনাদের মতো উৎসুক হয়ে আছি। মনে হচ্ছে পুরো অযোধ্যা নগরী রাস্তায় নেমে এসেছে। 


এদিন তাঁর ভাষণে উঠে আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামও। মোদি বলেন, 'দেশের ইতিহাসে ৩০ ডিসেম্বর খুব গুরুত্বপুর্ণ। আজকের দিনেই আন্দামানে নেতাজি সুভাষচন্দ্র বসু তেরঙ্গা উড়িয়ে ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন'


এরপর তিনি একে একে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজের কথা তুলে ধরেন। 'আজকের ভারত পুরনো ও নতুনকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। একসময় এই অযোধ্যায় রামলালা তাঁবুতে বিরাজ করতেন। আজ শুধু রামলালা পাকা ঘর নয়, দেশের সব মানুষ পাকা ঘর পাচ্ছেন'


দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা বলতে গেলে তিনি বলেন, 'দেশে ৩১৫টির বেশি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। উন্নয়ন ও পরম্পরার মেলবন্ধনই ভারতকে একুশ শতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আগামীদিনে গোটা উত্তরপ্রদেশকে অযোধ্যা দিশা দেখাবে'


শেষমেষ দেশের মানুষের উদ্দেশে তাঁর বার্তা, '২২ জানুয়ারি উদ্বোধন হয়ে যাওয়ার পর যে কোনও দিন আসুন। সাড়ে ৫০০ বছর অপেক্ষা করেছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। অযোধ্যাকে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে হবে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন সব তীর্থস্থানে স্বচ্ছতা অভিযান চালাতে হবে' 


আরও পড়ুন :


 শ্রীরাম ও মোদির কাটআউটে সাজল অযোধ্যা, উচ্ছ্বসিত জনতাকে হাত নেড়ে অভিবাদন প্রধানমন্ত্রীর, দেখুন ছবি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y