নয়াদিল্লি :  রাশিয়ায় পাড়ি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সোমবার ২২-তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিনি। কূটনৈতিক সম্পর্কের নিরিখে মোদির এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ , রাশিয়া - ইউক্রেনের যুদ্ধের পর এটাই মোদির প্রথম রাশিয়া সফর। 


সফরে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, আগামী তিন দিন রাশিয়া ও অস্ট্রিয়ায় থাকব। এই সফরটি এই দেশগুলির সঙ্গে সম্পর্ক গভীর করার একটি দারুণ সুযোগ। এই দেশগুলির সঙ্গে  ভারতের বহুদিনের বন্ধুত্বের সম্পর্ক। আমি এই দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছে।  






 


অন্যদিকে, রাশিয়ার তরফেও মোদির সফর নিয়ে বিশেষে উৎসাহ দেখানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারির তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, মোদির এই সফরকে পশ্চিমের দেশগুলি ঈর্ষার চোখে দেখছে। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, তারা মোদির এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখে দেখছে।  এই সফরের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে। অতীতের বন্ধুত্বের সম্পর্ক নতুন মাত্রা পাবে। 


রাশিয়া - ইউক্রেনের যুদ্ধের সময় ভারত কোনওদিনই রাশিয়ার বিরুদ্ধে কথা বলেনি। বরং আলোচনার মাধ্যমে সমাধানের আবেদন জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে কথা বলেছিলেন মোদি। 


৮ এবং ৯ জুলাই , এই দুদিনের সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে কূটনৈতিক মহল। ইউক্রেন যুদ্ধের পর মোদির এই সফর দুই দেশের সম্পর্ক মজবুত করবে।  রাশিয়ার পর মোদি যাবেন অস্ট্রিয়া।  ৪১ বছর এটাই অস্ট্রিয়ায়  ভারতীয় প্রধানমন্ত্রীর সফর।  তাই সফর ঘিরেও উৎসাহের পারদ চড়ছে।  






আরও পড়ুন : 


৫৩ বছর পর মহাযোগ, ৪ রাশির ভাগ্যে জগন্নাথ দেবের উজাড় করা আশীর্বাদ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে