ভোপাল : দেশের ১১ নম্বর বন্দে ভারতের উদ্বোধনের মঞ্চে কংগ্রেসকে 'এপ্রিল ফুল' খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)। ভোপালের রানি কমলাপতি স্টেশন থেকে ভোপাল-নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের (Bhopal-Delhi Vande Bharat Express) এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখার মাঝেই ১ এপ্রিলে উদ্বোধনের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে (Congress) খোঁচা দেন তিনি।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'আজ পয়লা এপ্রিল। কংগ্রেসের বন্ধুরা নিশ্চয়ই বলছেন মোদি সবাইকে এপ্রিল ফুল করচে, কিন্তু দেখুন সত্যিই ১ এপ্রিল ট্রেন পরিষেবা চালু হয়েছে। আসলে এটি আমাদের দক্ষতা, ক্ষমতা ও আত্মবিশ্বাসেরই পরিচায়ক।' যার পরই আক্রমমের ঝাঁঝ বাড়িয়ে মোদি জোড়েন, 'আগের সরকারগুলো দেশের একটা পরিবারকেই তুষ্ঠ থাকার কাজে ব্যস্ত থাকত। তারাই যেন দেশের প্রথম পরিবার। আর বাকি মধ্যবিত্ত, গরিব সবাই যে যার মতো হালে পড়েছিলেন। যার অন্যতম বড় উদাহরণ ভারতীয় রেল। দেশের রেল পরিষেবাকে উন্নতমানের করে তোলার সময় পেয়েই সেটা করেননি তারা। নিজেদের স্বার্থেক জন্য তৈরি করেননি আধুনিকতম রেলওয়ে সিস্টেম।'


এদিন ভোপাল-নয়াদিল্লির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস দেশের একাদশতম। ৭ ঘণ্টা ৪৫ মিনিটে ৭০৮ কিলোমিটার দূরত্ব যাবে এই ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বণ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো ( Railway Minister Ashwini Vaishnaw ) উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। প্রসঙ্গত, কিছুদিন আগেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে-ভারত এক্সপ্রেস চালু হয়েছে। মায়ের মৃত্যুর জেরে হাওড়া উদ্বোধনী অনুষ্ঠানে আসতে না পারলেও ভার্চুয়ালি ট্রেনসফরের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই।


আরও পড়ুন- ‘ভুয়ো বলেই কি দেখাতে ভয়’! প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফের আক্রমণে কেজরিওয়াল


এদিকে, মধ্যপ্রদেশের অনুষ্ঠান মঞ্চ থেকে দিন কয়েক আগের রাম নবমীতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গেও মুখ খোলেন প্রধানমন্ত্রী। বেলেশ্বরের মহাদেব ঝুলেলাল মন্দিরে মৃতের সংখ্যা এদিন বেড়ে পৌঁছেছে ৩৬ জনে। রাম নবমীর অনুষ্ঠানের মাঝে কুয়োয় পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় পুণ্যার্থীদের। ঘটনার দিন ট্যুইটারে দুঃখপ্রকাশের পর ফের এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, তিনি শোকাহত। মর্মান্তিক দুর্ঘটনায় যারা অসময়ে চলে গিয়েছেন, তাঁদের আত্মার শান্তিও কামনা করেন নরেন্দ্র মোদি। সঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন তিনি।