নয়া দিল্লি: বিহারে বিশাল জয়। এবার বিজেপির নজর পশ্চিমবঙ্গে। বিহার জয়ের পর স্পষ্ট করে দিলেন খোদ নরেন্দ্র মোদি। যে জঙ্গলরাজের প্রসঙ্গ তুলে লালুপ্রসাদ যাদবের দলকে বিদ্ধ করেছেন, এবার পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়েও সেই জঙ্গলরাজের প্রসঙ্গ টানলেন তিনি। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের দিকে।

Continues below advertisement

প্রধানমন্ত্রী এও বলেন, 'আজকের জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের আত্মবিশ্বাসে ভরপুর করে দিয়েছে। আর হ্যাঁ, গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছয়।' বিহারে বিপুল জয়ের পর দিল্লিতে দলের সদর দফতর থেকে ভাষণে কংগ্রেসকে বারবার কটাক্ষ-আক্রমণে বিদ্ধ করলেন নরেন্দ্র মোদি।

কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যদ্বাণী শোনা গেছে নরেন্দ্র মোদির গলায়। নরেন্দ্র মোদি বলেন, 'কংগ্রেস এখন শুধু নেতিবাচক রাজনীতি করে। এখন কংগ্রেসের ভিতরেও একটা অন্য ধারা সৃষ্টি হয়েছে, যারা এই নেতিবাচক রাজনীতির বিরোধী। আমার আশঙ্কা যে আগামী দিনে কংগ্রেসে একটা বড় ভাঙন হতে পারে। আজকের দিনে কেবল একটি মাত্র ভোটে আমাদের যতজন বিধায়ক নির্বাচিত হয়েছেন, কংগ্রেসের গত ৬ টি ভোটে সেই সংখ্যক বিধায়ক জেতেনি। কংগ্রেসের রাজনীতি এখন কেবলমাত্র নেগেটিভ প্রচার। আজ কংগ্রেস মুসলিম লিগ মাওবাদী কংগ্রেস  MMC হয়ে গেছে। এই কংগ্রেস মুসলিম লিগ - মাওবাদী কংগ্রেস।' 

Continues below advertisement

অন্যদিকে, বিহারে ভরাডুবির পর, ফের ভোট-চুরির দিকে ইঙ্গিত করে রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় লিখেছেন, বিহারের এই ফল চমকে দেওয়ার মতো। শুরু থেকেই নিরপেক্ষ নয়, এমন একটা ভোটে আমরা জিততে পারলাম না। এই লড়াই সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষার। কংগ্রেস এবং INDIA জোট এই ফলের পর্যালোচনা করবে এবং গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টায় আরও জোর দেবে। 

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও সোশাল মিডিয়ায় লিখেছেন, বিহারের এই নির্বাচনের ফল নিঃসন্দেহে বিরাট মাপের ভোট-চুরির প্রতিফলন। যার মাস্টারমাইন্ড প্রধানমন্ত্রী,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নির্বাচন কমিশন। সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য, কংগ্রেস আরও বেশি শক্তি নিয়ে ঝাঁপাবে।

উত্তরপ্রদেশ থেকে বিহার, তামিলনাড়ু-পুদুচেরির মতো রাজ্য়ে কংগ্রেস এখন পুরোপুরি শরিক নির্ভর। পশ্চিমবঙ্গে তারা অস্তিত্বের সঙ্কটে ভুগছে। এই প্রসঙ্গও টেনেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এমন এক পরজীবী যা নিজের সহযোগীদের ভোটব্যাঙ্ক খেয়ে ফেলে, ক্ষমতায় ফিরতে চায়। তাই কংগ্রেসের থেকে তার সহযোগীদেরও সাবধানে থাকার দরকার।

আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু পুদুচেরি ও কেরলে বিধানসভা নির্বাচন। কী হবে এই রাজ্যগুলিতে? ফের মোদির জয়? না কি ঘুরে দাঁড়াতে পারবে ইন্ডিয়া জোট?