দুবাই: ইংল্যান্ডেই যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের ফাইনাল (World Test Championship Final 2023) আয়োজিত হবে, সেই নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিলই। জল্পনাই সত্যি হল। ইংল্যান্ডেই ফের একবার টেস্ট সেরার শিরোপা জয়ের উদ্দেশে দুই দলকে লড়তে দেখা যাবে। আইসিসির (ICC) তরফে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিনক্ষণ ও ভেন্যু জানিয়ে দেওয়া হল। 


ফের ইংল্যান্ডেই ফাইনাল


৭ থেকে ১১ জুন ওভালে (The Oval) আয়জিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বৃষ্টি বা অন্য কোনও কারণে ম্যাচে বিঘ্ন ঘটলেও ম্যাচ শেষ করার জন্য বাড়তি একদিন রিজার্ভ ডে হিসাবে হাতে রাখা হয়েছে। গতবারও ইংল্যান্ডেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনে আয়োজিত হয়েছিল। এবারও আবার বিলেতেই বসছে চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। ঐতিহাসিক ওভাল ময়দানে কিন্তু ইতিমধ্যেই শতাধিক টেস্ট ম্যাচ খেলা হয়ে গিয়েছে।


দ্বিতীয় ফাইনালের হাতছানি


আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে রয়েছে। ফাইনালে পৌঁছনোর হাতছানি রয়েছে ভারতের সামনেও। তবে তার জন্য চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতকে সিরিজ জিততেই হবে। গতবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ফাইনালে পরাজিত হতে হয়েছিল ভারতকে। এবার নিশ্চয়ই সেই হারের স্মৃতি মুছে ফেলে টেস্ট সেরার শিরোপা নিজেদের নামে করতে মরিয়া হবে টিম ইন্ডিয়া।


যুগ্ম অভিষেক


আজ থেকে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS 1st Test) টেস্ট সিরিজ শুরু হল। প্রথম টেস্টে ভারতীয় একাদশ কেমন হবে, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টেস্ট অভিষেক ঘটবে কি না, সেই নিয়েও প্রবল জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনা শেষ হল। বহু অপেক্ষার পর নাগপুরেই লাল বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটাচ্ছেন সূর্যকুমার যাদব। তবে শুধু সূর্যকুমার যাদব নয়, এই টেস্টেই অভিষেক ঘটাচ্ছেন কেএস ভরতও (KS Bharat)।


ভরত এর আগে ভারতের হয়ে এর আগে এক ম্যাচে ঋদ্ধিমান আহত হওয়ায় পরিবর্ত হিসাবে কিপিং করতে নেমেছিলেন বটে, তবে টেস্ট অভিষেক ঘটাননি তিনি। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার পরে বর্তমানে শয্যাশায়ী। তাই তাঁর বদলে ভারতীয় দলে কিপার হিসাবে কে সুযোগ পাবেন সেই নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটিয়ে সুযোগ পেলেন কেএস ভরত। চেতেশ্বর পূজারা ভরতকে তাঁর টেস্ট ক্যাপ দেন। 


আরও পড়ুন: বড় সাফল্য, সেট স্মিথকে ফিরিয়ে ইনিংসের তৃতীয় সাফল্য পেলেন জাডেজা