কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরের দুর্গাপুজোর অনুষ্ঠানে যোগ দেবেন। মহাষষ্ঠীর দিন একটি মেগা ভার্চুয়াল সমাবেশে যোগ দেবেন তিনি। রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় এ কথা জানিয়েছেন।


বিজয়বর্গীয় বলেছেন, ২২ অক্টোবর ষষ্ঠীর বিকেলে প্রধানমন্ত্রী একটি ভার্চুয়াল সমাবেশের ডাক দিয়েছেন। করোনা সংক্রান্ত সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা মাথায় রেখে হবে এই সমাবেশ। পুজোর অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর সমাবেশ এক সঙ্গে চলবে।

এখন তাঁরা বিভিন্ন প্যান্ডেল চিহ্নিত করার চেষ্টা করছেন, যেখানে রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের আগে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১ ঘণ্টারও বেশি সময় তিনি এই অনুষ্ঠানে থাকবেন।

গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুজো উদ্বোধনে কলকাতা আসেন, এ বছর ১৭ তারিখ তিনি যাবেন উত্তরবঙ্গে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। করোনা থেকে সেরে ওঠার পর এটাই হতে চলেছে তাঁর প্রথম রাজনীতি সংক্রান্ত পদক্ষেপ। অরবিন্দ মেননের মত বরিষ্ঠ দলনেতারা ইতিমধ্যেই তাই উত্তরবঙ্গ পৌঁছে গিয়েছেন।