কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরের দুর্গাপুজোর অনুষ্ঠানে যোগ দেবেন। মহাষষ্ঠীর দিন একটি মেগা ভার্চুয়াল সমাবেশে যোগ দেবেন তিনি। রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় এ কথা জানিয়েছেন।
বিজয়বর্গীয় বলেছেন, ২২ অক্টোবর ষষ্ঠীর বিকেলে প্রধানমন্ত্রী একটি ভার্চুয়াল সমাবেশের ডাক দিয়েছেন। করোনা সংক্রান্ত সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা মাথায় রেখে হবে এই সমাবেশ। পুজোর অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর সমাবেশ এক সঙ্গে চলবে।
এখন তাঁরা বিভিন্ন প্যান্ডেল চিহ্নিত করার চেষ্টা করছেন, যেখানে রাজ্যের সংস্কৃতি তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের আগে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১ ঘণ্টারও বেশি সময় তিনি এই অনুষ্ঠানে থাকবেন।
গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুজো উদ্বোধনে কলকাতা আসেন, এ বছর ১৭ তারিখ তিনি যাবেন উত্তরবঙ্গে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। করোনা থেকে সেরে ওঠার পর এটাই হতে চলেছে তাঁর প্রথম রাজনীতি সংক্রান্ত পদক্ষেপ। অরবিন্দ মেননের মত বরিষ্ঠ দলনেতারা ইতিমধ্যেই তাই উত্তরবঙ্গ পৌঁছে গিয়েছেন।
ষষ্ঠীতে ভার্চুয়াল সমাবেশ, বাঙালির দুর্গাপুজোয় এবার যোগ দেবেন নরেন্দ্র মোদিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2020 02:15 PM (IST)
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের আগে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১ ঘণ্টারও বেশি সময় তিনি এই অনুষ্ঠানে থাকবেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -