নয়াদিল্লি: মার্কিন কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এদিন বক্তব্য রাখেন মোদি। প্রায় ঘণ্টাখানেক দীর্ঘ ছিল মোদির ভাষণ। মার্কিন কংগ্রেসের সাংসদরা তো ছিলই। তার সঙ্গেই উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভুতদের সংগঠনের সদস্যরা। ূ


বক্তব্য শেষ হওয়ার পরেই দেখা গিয়েছে অভূতপূর্ব ছবি। মোদিকে কার্যত ঘিরে ধরতে দেখা যায় আমেরিকার সাংসদদের। কেউ করমর্দন করেন, কেউ হাত নাড়ান। কেউ এগিয়ে এসে জড়িয়ে ধরেন মোদিকে। সবার সঙ্গেই হাসিমুখে আলাপচারিতা করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে। শুধু তাই নয়, সইশিকারি মার্কিন সাংসদদের আবদারও মিটিয়েছেন মোদি। কেউ নোটবই দিয়ে অটোগ্রাফ চেয়েছেন। কেউ আবার মোদির সঙ্গে সেলফি তুলেছেন। 


নরেন্দ্র মোদিকে Standing Ovations-ও দিতে দেখা গিয়েছে প্রবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভুতদের সংগঠনের সদস্যদের। মোদি তাঁর বক্তব্য শেষ করার পরেই আমেরিকার আইনসভার সদস্যরা, ভারতীয়দের সংগঠনদের অনেকেই হাততালি দিয়ে ভরিয়ে দিয়েছেন। ANI-এর ভিডিওতে 'ভারত মাতা কি জয়', 'বন্দে মাতরম' ধ্বনিও শোনা গিয়েছে। এদিন বক্তব্য রাখার সময় এমন আমেরিকানদের প্রসঙ্গ তুলে আনেন মোদি, যাঁদের কোনও না কোনও ভাবে ভারতীয় শিকড় রয়েছে। এই কথা বলার সময়েই তিনি তাঁর পিছনে বসা কমলা হ্যারিসের দিকে ইশারা করেও তুলনা করেন। মোদি বলেন, 'আমাদের মধ্যে এমন আমেরিকান বসে রয়েছে যাঁদের ভারতীয় শিকড় রয়েছেন, এমন একজন আমার পিছনে রয়েছেন, যিনি ইতিহাস তৈরি করেছেন।' মোদি এই কথা বলতেই হাসিতে ফেটে পড়ে গোটা সংসদ কক্ষ, দোসর হয় হাততালি। 


 






নরেন্দ্র মোদির সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতা নিজের ট্য়ুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন হাউস অফ রিপ্রেজেন্টিটিভস-এর স্পিকার কেভিন ম্যাকার্থি (Kevin McCarthy)। তিনি ট্যুইট করেছেন, 'আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে পেরে আনন্দিত, বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্রের নিদর্শন, দুই দেশের মধ্যে আর্থিক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক আরও গভীর হওয়ার দিকে তাকিয়ে রয়েছি।' মোদি বক্তব্য রাখার পরে সই নেওয়ার জন্য বুকলেট তাঁর দিকে বাড়িয়ে দেন ম্যাকার্থি। সেখানে সই করে মোদি।


 



একাধিক প্রথম সারির ভারতীয় ব্যবসায়ীরা এদিন মার্কিন প্রশাসনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সেই তালিকায় ছিলেন, মুকেশ এবং নীতা আম্বানি, ইন্দ্রা নুয়ি, আনন্দ মাহিন্দ্রা, নিখিল কামাথ, সুন্দর পিচাই, শান্তনু নারায়ণ এবং আরও অনেকে।


আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?