নয়াদিল্লি: প্রয়াত অরুণ জেটলির বাসভবনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে বিদেশ সফর থেকে ফিরেই সেখানে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
শনিবার সকালে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেটলি, প্রধানমন্ত্রী সেসময় ত্রিদেশীয় বিদেশ সফরে ছিলেন। সেখান থেকেই জেটলির পরিবারের সদস্যদের ফোনে সমবেদনা, শোক জানিয়েছিলেন তিনি।
আজ সকালে প্রধানমন্ত্রীকে জেটলির বাসভবনে স্বাগত জানান আগেই সেখানে পৌঁছে যাওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রয়াত নেতার ছেলে রোহন জেটলি। প্রধানমন্ত্রী সেখানে প্রায় ২০-২৫ মিনিট ছিলেন। জেটলির পরিবারের বাকি সদস্যরাও ছিলেন। মোদি জেটলির স্ত্রী, সন্তানদের সঙ্গেও কথা বলেন।
জানা গিয়েছে, বিদেশসফরে থাকাকালে মোদির যখন জেটলির স্ত্রী, ছেলের সঙ্গে কথা হয়, তাঁরা তাঁকে বলেন, তিনি যেন সফর স্থগিত রেখে ফিরে না আসেন। জেটলিক মৃত্যুসংবাদ পাওয়ার পর বাহরিনে এক অনুষ্ঠানে মোদি বলেছিলেন, কল্পনা করতে পারছি না, আমার প্রিয় বন্ধু অরুণ জেটলি যখন ইহজগতে আর নেই, আমি তখন এই বাহরিনে। দিনকয়েক আগেই আমরা আমাদের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে হারিয়েছি, আর আজ চলে গেলেন প্রিয় বন্ধু অরুণ জেটলি।
সোমবারই জেটলির অস্থিভস্ম হরিদ্বারে গঙ্গায় ভাসিয়েছেন ছেলে রোহন।