অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় দিয়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করেছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সফরে সিরিজে দুটি টেস্ট খেলা হবে। প্রথম টেস্টে ভারত ৩১৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করেছে। ভারতের এই জয়ে ব্যাটসম্যান ও পেসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আজিঙ্কা রাহানের সেঞ্চুরি, হনুমা বিহারীর মূল্যবান ইনিংস, সেইসঙ্গে অধিনায়ক কোহলির অবদান এবং ভারতীয় পেসারদের যৌথ পারফরম্যান্স ভারতের জয়ের ভিত গড়ে দেয়। যদিও প্রথম টেস্টর প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে কোহলির সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞদের একাংশ। বিশেষ করে, রবিচন্দ্রন অশ্বিন ও সীমিত ওভারের দলের সহ অধিনায়ক রোহিত শর্মাকে দলের বাইরে রাখার সিদ্ধান্তের সঙ্গে সহমত নন ওই বিশেষজ্ঞরা।
গত বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সের কারণে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রোহিত। তাঁর পরিবর্তে হনুমা বিহারীকে দলে নেওয়া হয়। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস হনুমা কেরিয়ারের সেরা ৯৩ রান করেন।
ম্যাচের পর হনুমাকে দলে রাখার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন কোহলি। তিনি বলেছেন, ব্যাটিং তো বটেই, সেইসঙ্গে অফ-স্পিন বোলিং করতে পারেন হনুমা। এজন্যই তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে হনুমাকে খেলানো হয়। ও পার্টটাইম বোলার এবং যখন ওভার-রেট ঠিক রাখার প্রয়োজন তখন ও সহায়ক। একসঙ্গে আলোচনা করেছি এবং সেরা দল নিয়ে সিদ্ধান্ত নিয়েছি। প্রথম একাদশ নিয়ে বিভিন্ন মতামত থাকে। কিন্ত দলের স্বার্থেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়।