ট্যুইটে শাহ জেটলিকে শ্রদ্ধা জানিয়ে ওনার পাহাড়রপ্রমাণ ঐতিহ্য়ের জন্য সর্বদা ওনাকে মনে পড়বে বলে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, অরুণ জেটলিজিকে স্মরণ করে বলতে চাই, উনি ছিলেন এক ব্যতিক্রমী রাজনীতিক, দুর্দান্ত বক্তা, বিরাট একজন মানুষ যাঁর কোনও তুলনা নেই ভারতীয় রাজনীতিতে। বহুমুখী চরিত্রের মানুষ ছিলেন, বন্ধুদের বন্ধু ছিলেন, পাহাড়সমান ঐতিহ্য, পরিবর্তনমুখী দৃষ্টিভঙ্গি ও দেশের প্রতি অনুরাগের জন্য সবসময় তাঁকে মনে পড়বে। কেন্দ্রীয় পথ পরিবহণ ও জাতীয় সড়ক প্রতিমন্ত্রী ভি কে সিংহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ আরও অনেকে শ্রদ্ধা জানিয়েছেন জেটলিকে। ১৯৯৯ সালে জেটলি ছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচারমন্ত্রী। ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রীও। ২০০৯ এ বিজেপি তাঁকে রাজ্য়সভায় বিরোধী নেতা নিযুক্ত করে। সেসময় তিনি ও প্রয়াত সুষমা স্বরাজ সংসদে বিজেপির কথা জোরদার ভাবে তুলে ধরতেন। ২০১৪র কেন্দ্রের মোদি সরকারের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন জেটলি। তাঁকে অর্থ, তথ্য ও সম্প্রচার, কর্পোরেট সংক্রান্ত বিষয় ও প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় নানা পর্যায়ে। বন্ধুকে মিস করছি! অরুণ জেটলির প্রথম মৃত্যুবার্ষিকীতে ট্যুইট প্রধানমন্ত্রীর, শ্রদ্ধা অমিত শাহেরও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Aug 2020 06:19 PM (IST)
১৯৯৯ সালে জেটলি ছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচারমন্ত্রী। ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রীও। ২০০৯ এ বিজেপি তাঁকে রাজ্য়সভায় বিরোধী নেতা নিযুক্ত করে। সেসময় তিনি ও প্রয়াত সুষমা স্বরাজ সংসদে বিজেপির কথা জোরদার ভাবে তুলে ধরতেন।
নয়াদিল্লি: প্রয়াত শীর্ষ বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা অর্পণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহ। প্রয়াত জেটলির স্মরণে হওয়া প্রার্থনাসভায় নিজের ভাষণের ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী লিখেছেন, গত বছের এই দিনেই আমরা শ্রী অরুণ জেটলিজিকে হারিয়েছি। বন্ধুকে খুব মিস করছি। অরুণ জেটলিজি দেশসেবা করতেন পরিশ্রম করে। ওনার বুদ্ধিমত্তা, রসবোধ, আইনি জ্ঞান ও প্রাণোচ্ছ্বল ব্যক্তিত্ব প্রবাদ হয়ে থাকবে। দেখুন ওনার স্মরণসভায় আমি কী বলেছিলাম।