নয়া দিল্লি: মণিপুর হিংসা (Manipur Violence) নিয়ে উত্তাল হয়েছে দেশ (India), অশান্ত হয়েছে সংসদ (Parliament)। সেই পরিস্থিতিতে এদিন সকলের নজরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাষণ। মণিপুর হিংসা নিয়ে তিনি কী বলেন, সেদিকে নজর ছিল সকলেরই। এদিন ভাষণ শুরুর দেড়ঘণ্টা ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা যায় মণিপুর প্রসঙ্গ।     


যদিও বিরোধী শূন্য লোকসভায় মণিপুর নিয়ে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী। তবে বক্তব্যর শুরুতে মণিপুর প্রসঙ্গে বিরোধী নিশানা করতে পিছপা হননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'মণিপুর নিয়ে আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছে নেই বিরোধীদের। রাজনীতি দূরে সরিয়ে কথা বলতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনায় অংশই নিতে ইচ্ছা নেই বিরোধীদের।'


এরপরই তিনি বলেন, 'মণিপুরের ঘটনা আদালতে বিচারধীন রয়েছে। মণিপুরের ঘটনায় অনেকেই তাঁদের স্বজন হারিয়েছেন। মহিলাদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে। দেশের সব নাগরিকদের আশ্বস্ত করছি আসন্ন ভবিষ্যতে মণিপুরে শান্তির সূর্য উঠবে, মণিপুর আবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।  দেশ আপনাদের সঙ্গে আছে, এই সংসদ সঙ্গে আছে। আমরা সবাই মিলে সমাধান করব। শান্তি স্থাপন হবেই।' 


মণিপুর নিয়ে আর কী কী বলেছেন মোদি? দেখে নিন এক নজরে- 


মণিপুর আবার উন্নয়নের রাস্তায় ফিরবে, আশ্বাস মোদির। ভারতকে টুকরো টুকরো করাই কংগ্রেসের ইতিহাস, আক্রমণে মোদি। সস্তার রাজনীতি করছে বিরোধীরা। ৫ মার্চ, ১৯৬৬: মিজোরামে অসহায় মানুষের ওপর বায়ুসেনা দিয়ে হামলা চালিয়েছিল কংগ্রেস। সেজন্য এখনও ৫ মার্চ শোকপালন করে গোটা মিজোরাম। সেই সময় কেন্দ্রে ক্ষমতায় ছিলেন ইন্দিরা গাঁধী।  নিজেদের কাজের জন্যই দেশবাসীর আস্থা হারিয়েছে কংগ্রেস। ১৯৬২ সালে নেহরুর রেডিও-বার্তা আজও অসমবাসীর কানে বাজে।


উত্তর-পূর্ব ভারতে উন্নয়ন নিয়েও এদিন সংসদে সরব হন নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ কংগ্রেসের। তবে, উত্তর-পূর্ব ভারত আমাদের হৃদয়ে রয়েছে। উত্তর-পূর্ব ভারতের সমস্যার জন্য একমাত্র দায়ী কংগ্রেস। মণিপুর নিয়ে যত কম রাজনীতি করব, তত তাড়াতাড়ি শান্তি ফিরবে। ভোটের জন্য নয়, উন্নয়নের জন্যই উত্তর-পূর্ব ভারতকে প্রাধান্য দিচ্ছি আমরা'। 


আরও পড়ুন, 'বিরোধীরা যাঁর খারাপ চাইবে, তাঁরই ভাল হবে, এর উদাহরণ আমি', জবাবি ভাষণে কটাক্ষ মোদির