নয়াদিল্লি : সম্পর্কের পারদ কি আরও চড়ছে ? এবার কানাডায় হিন্দু মন্দিরে হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এই সতর্কবার্তাও পাঠালেন যে, এ ধরনের হিংসার ঘটনা ঘটিয়ে ভারতের সংকল্পকে দুর্বল করা যাবে না। ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, "কানাডায় হিন্দু মন্দিরে নির্মম হামলার তীব্র নিন্দা করছি। আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর কাপুরুষোচিত প্রয়াসও সমান ভয়ঙ্কর ।"
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, "এ ধরনের হিংসা ভারতের সংকল্পকে কখনোই দুর্বল করতে পারবে না। আমরা আশা করছি, কানাডা সরকার ন্যায়বিচার দেবে এবং আইনের শাসন কায়েম করবে।"
কী ঘটনা ?
রবিবার সন্ধেয় ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরে হিন্দু-কানাডিয়ার ভক্তদের ওপর হামলা চালায় খলিস্তানি চরমপন্থীরা। যে ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে ঘটনায় ধিক্কার জানানো হয়েছে। এমনকী কানাডার একাধিক নেতাও এর তীব্র নিন্দা করেছেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডার সরকারের অধীনে হিন্দুদের উপর হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং এই ঘটনা কানাডায় চলতে থাকা ধর্মীয় অসহিষ্ণুতার একটি দুঃখজনক প্রবণতাকে নির্দেশ করে। হিংসাত্মক এই হামলার পর, কানাডিয়ান ন্যাশনাল কাউন্সিল অফ হিন্দুস (সিএনসিএইচ) এবং হিন্দু ফেডারেশন, মন্দিরের নেতা এবং বেশ কয়েকটি হিন্দু গ্রুপ নির্দেশিকা জারি করেছে যে, কানাডা জুড়ে হিন্দু মন্দির এবং প্রতিষ্ঠানগুলি আর রাজনৈতিক সুবিধার জন্য রাজনৈতিক নেতাদের ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। যদি না তাঁরা দেশে ক্রমবর্ধমান খলিস্থানি চরমপন্থার গুরুতর সমস্যা মোকাবিলার "কংক্রিট প্রচেষ্টা" দেখায়।
এদিনই বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলে হয়েছে, রবিবার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে খলিস্থানি বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর কানাডায় থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।