নয়াদিল্লি: তাপপ্রবাহের মরসুম এসে গিয়েছে প্রায়। পরিস্থিতি মোকাবিলায় কতটা তৈরি প্রশাসন? খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এপ্রিল থেকে জুন পর্যন্ত আবহাওয়ার মতিগতি কী রকম থাকতে পারে, সে ব্যাপারে একটি পূর্বাভাস প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। মধ্য এবং পশ্চিম ভারতে যে এই সময়ে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকতে পারে, সে কথাও বলা হয়েছে তাঁকে, খবর সূত্রে। এহেন অবস্থায় অসুস্থতা ও চরম পরিণতির ঘটনা আটকাতে কী কী ব্যবস্থা করা হচ্ছে, এদিনের বৈঠকে সেটিই ছিল আলোচ্য বিষয়। 


আর যা...
প্রধানমন্ত্রীর দফতর জানায়, জরুরি ওষুধ, আইভি ফ্লুইড, আইস প্যাক, ওআরএস এবং পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হয়েছে। প্রত্যেকটি আঞ্চলিক ভাষায় যাতে জরুরি তথ্য সময়মতো পৌঁছে দেওয়া যায়, সে দিকেও জোর দেওয়া হয়। এ জন্য টেলিভিশন, রেডিও এবং সোশ্য়াল মিডিয়ার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে সূত্রের খবর, প্রধানমন্ত্রী সার্বিক ভাবে সরকারি তৎপরতার উপর জোর দিয়েছেন। তিনি জানান, কেন্দ্র, রাজ্য এবং জেলাস্তরে সরকারের সমস্ত দফতরকে সমন্বয় রেখে কাজ করতে হবে। একই ভাবে সমস্ত মন্ত্রককে সমন্বয় রেখে কাজ করার উপর জোর দেন তিনি। 
একই সঙ্গে, বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি রাখার দিকেও নজর দিতে বলেন। এ প্রসঙ্গে দাবানল দ্রুত চিহ্নিত করে আগুন নেভানোর দিকেও জোর দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ছাড়াও এদিনের বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রসচিব, ভারতীয় আবহাওয়া দফতরের আধিকারিক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হতে চলেছে দেশে। নির্বাচনের গোটা মরসুমটাই তীব্র গরমে কাটার কথা। প্রচারেও গরমের বিষয়টি মাথায় রেখে প্রচার করতে হচ্ছে প্রার্থীদের। তার মধ্যে প্রধানমন্ত্রীর এই বৈঠক।


আবহাওয়া...
আপাতত অবশ্য মধ্য ভারতের জন্য বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস করেছে ভারতের আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ও উত্তরপূর্ব ভারতেও বর্ষণের সম্ভাবনা থাকছে বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীরের কিছু জায়গায় বিক্ষিপ্ত তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে এই মেয়াদে। নির্দিষ্ট করে বললে ১৩ এবং ১৪ এপ্রিল ভারী বর্ষণ এবং সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে হিমাচল প্রদেশও।


আরও পড়ুন:চালকলের চিমনির সামনে দাঁড়িয়ে রিল, হুগলিতে ফের ধোঁওয়া দেখালেন রচনা