ট্রেন্ডিং

বাংলাদেশকে জব্দ করতে এবার 'বাণিজ্য-আক্রমণে' ভারত

'৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%', DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের

'২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%, বকেয়া DA-র জন্য সরকারি কর্মীদের অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না', DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলাদেশ থেকে 'রেডিমেড পোশাক, প্রসেসড ফুড' স্থলবন্দরের মাধ্যমে ঢুকবে না ভারতে ! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ভারতের নম্বর ব্যবহার করে দেদার হোয়াটসঅ্যাপ! দেশে বসেই পাকিস্তানকে সাহায্য করছিল এই ৭ জন?
অবস্থানে চাকরিহারা শিক্ষকরা, সরকারের অবস্থান না জানা পর্যন্ত কর্মসূচি চালানোর সিদ্ধান্ত
‘২০২০-র সবচেয়ে প্রভাবশালী ১০০’-র তালিকায় মোদি, আছেন পিচাই, আয়ুষ্মান, শাহিনবাগের সেই ‘দাদি’-ও
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ম্যাগাজিনের বিচারে ভারত থেকে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক তিনিই জায়গা করে নিয়েছেন। আর যে ভারতীয়রা সেই লিস্টে আছেন, তাঁরা কেউই রাজনীতির লোক নন।
Continues below advertisement

নয়াদিল্লি: গোটা দুনিয়ার ২০২০-র সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখল 'টাইম'। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ম্যাগাজিনের বিচারে ভারত থেকে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক তিনিই জায়গা করে নিয়েছেন। আর যে ভারতীয়রা সেই লিস্টে আছেন, তাঁরা কেউই রাজনীতির লোক নন। যেমন গুগল সিইও সুন্দর পিচাই, অভিনেতা আয়ুষ্মান খুরানা, এইচআইভি গবেষক রবিন্দর গুপ্তা।
প্রতি বছরই 'টাইম' ম্যাগাজিন নানা ক্ষেত্রে কাজ করা সেইসব ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে যাঁরা গোটা বিশ্বে তাঁদের প্রভাব, ছাপ ফেলেন।
মোদির কাছে 'টাইম'-এর ১০০ জন সেরা প্রভাবশালী মানুষের তালিকায় থাকা নতুন নয়। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর এযাবত্ চারবার তাঁর নাম উঠেছে এই তালিকায়। ২০১৪, ২০১৫, ২০১৭ আর এবার, ২০২০-তে।
টাইম-এর এবারের তালিকাটিতে বেশ বৈচিত্র্য আছে। যেমন মোদি সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকত্ব পঞ্জী ( এনআরসি) ইস্যু কার্যকর করার পথে হেঁটেছে, তার বিরুদ্ধে দিল্লির শাহিনবাগের প্রতিবাদ-অবস্থানে সামনের সারিতে থাকা ৮২ বছরের ‘দাদি’ অর্থাত্ বিলকিসও এই তালিকায় আছেন।
প্রফেসর রবীন্দ্র গুপ্তা গত বছর লন্ডনে এক এইচআইভি আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তারই স্বীকৃতি পেলেন টাইম-এ তাঁর নাম ওঠায়।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে