নয়াদিল্লি: গোটা দুনিয়ার ২০২০-র সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখল 'টাইম'। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ম্যাগাজিনের বিচারে ভারত থেকে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক তিনিই জায়গা করে নিয়েছেন। আর যে ভারতীয়রা সেই লিস্টে আছেন, তাঁরা কেউই রাজনীতির লোক নন। যেমন গুগল সিইও সুন্দর পিচাই, অভিনেতা আয়ুষ্মান খুরানা, এইচআইভি গবেষক রবিন্দর গুপ্তা।
প্রতি বছরই 'টাইম' ম্যাগাজিন নানা ক্ষেত্রে কাজ করা সেইসব ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে যাঁরা গোটা বিশ্বে তাঁদের প্রভাব, ছাপ ফেলেন।
মোদির কাছে 'টাইম'-এর ১০০ জন সেরা প্রভাবশালী মানুষের তালিকায় থাকা নতুন নয়। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর এযাবত্ চারবার তাঁর নাম উঠেছে এই তালিকায়। ২০১৪, ২০১৫, ২০১৭ আর এবার, ২০২০-তে।
টাইম-এর এবারের তালিকাটিতে বেশ বৈচিত্র্য আছে। যেমন মোদি সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকত্ব পঞ্জী ( এনআরসি) ইস্যু কার্যকর করার পথে হেঁটেছে, তার বিরুদ্ধে দিল্লির শাহিনবাগের প্রতিবাদ-অবস্থানে সামনের সারিতে থাকা ৮২ বছরের ‘দাদি’ অর্থাত্ বিলকিসও এই তালিকায় আছেন।
প্রফেসর রবীন্দ্র গুপ্তা গত বছর লন্ডনে এক এইচআইভি আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তারই স্বীকৃতি পেলেন টাইম-এ তাঁর নাম ওঠায়।