নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এদিন ৮৭ তম 'মন কি বাত' (Maan ki Baat) অনুষ্ঠানে দেশের 'লোকালকে গ্লোবাল' করার লক্ষ্যই রাখলেন দেশবাসীর কাছে। তিনি এও জানান, বর্তমানে ভারতের রফতানির পরিমাণ ৪০০ বিলিয়ন ডলার। যা যথেষ্ট আশাব্যঞ্জক, এমনটাই মত। এমনকী এদিন মোদির মন কি বাতে ভিক্টোরিয়ায় বিপ্লবী ভারত গ্যালারির প্রসঙ্গ আসে। সবাইকে কলকাতায় দেখতে আসার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।


'মন কি বাত'-এ কী কী জানালেন মোদি? 



  • ‘সারা বিশ্বে ভারতীয় পণ্যের চাহিদা বাড়ছে’

  • ‘বর্তমানে ভারতের রফতানির পরিমাণ ৪০০ বিলিয়ন ডলার’

  • ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য বিদেশে যাচ্ছে’

  • ‘সংকল্প থাকলে সাফল্য আসবেই’

  • ‘পৃথিবীর বিভিন্ন দেশে এখন ভারতীয় পণ্যের দেখা মেলে’

  • ‘লোকালকে গ্লোবাল করতে হবে’

  • ‘একসময় ছিল, তখন বড় সংস্থাই সরকারকে পণ্য বিক্রি করত’

  • ‘এখন ছোট ব্যবসায়ীরাও সরকারকে পণ্য বিক্রি করতে পারে’

  • ‘এটাই হল নতুন ভারত’

  • ‘৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হবে’


আয়ুর্বেদে জোর


রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানেও আয়ুর্বেদিক ওষুধ তৈরি ও রফতানিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গত কয়েক বছরে আরও একটা উৎসাহ ব্যঞ্জক ট্রেন্ড হল আয়ুশের বাজারে বিনিয়োগ অনেক বাড়ছে। অনেক স্টার্ট আপ শুরু হয়েছে।”                                                                                        


এর মধ্যেই গুজরাটের জামনগরে ওষুধের আন্তর্জাতিক কেন্দ্র তৈরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র সঙ্গে মউ স্বাক্ষর করেছে কেন্দ্র। হু এর সঙ্গে যৌথ পরিচালনায় এই নতুন উদ্যোগে চুক্তিবদ্ধ হয় কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রক। গুজরাটের ইনস্টিটিউট অব ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইন আয়ুর্বেদা থেকে চলবে এর অন্তর্বর্তীকালীন কাজ, এমনটাই খবর।