কুয়েত সিটি : ভারতের দুই মহাকাব্য 'মহাভারত' ও 'রামায়ণ' আরবি ভাষায় অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। কুয়েতের এমনই দুই অনুবাদক ও প্রকাশের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই মহাকাব্যের আরবি ভাষায় অনুবাদের কপিতে সই করেন প্রধানমন্ত্রী।


শনিবার দুই দিনের সফরে কুয়েত গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। কুয়েতের আমির শেখ মশহাল অল-আহমেদ অল-জাবের অল-সাবাহর আমন্ত্রণে সেদেশে গিয়েছেন তিনি। ৪৩ বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম গল্ফ দেশে সফর। এর আগে ১৯৮১ সালে ইন্দিরা গান্ধী ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত গিয়েছিলেন।  


পরে এক্স হ্যান্ডেলে ছবি-সহ পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, "রামায়ণ ও মহাভারতের আরবি অনুবাদকদের সঙ্গে দেখা করতে পেরে খুশি। আমি আবদুল্লা অল-বারৌন ও আবদুল লতিফ অল-নেসেফের এর অনুবাদ ও প্রকাশ করার প্রচেষ্টাকে প্রশংসা করি। তাঁদের উদ্যোগ ভারতীয় সংস্কৃতির বিশ্বজুড়ে জনপ্রিয়তা তুলে ধরে।"