নয়াদিল্লি: বহুস্তুরীয় নিরাপত্তা থাকলেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভাঙার বিষয়টি নতুন নয়। বৃহস্পতিবার কর্নাটকের হুবলিতে রোড-শো-এর সময় নিরাপত্তাবলয় ভেঙে মোদির দিকে মালা হাতে ছুটে আসেন এক যুবক। একেবারে কাছাকাছি পৌঁছনোর আগেই তাঁদের ধরে ফেলেন SPG-এর নিরাপত্তারক্ষীরা। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বলয় ভাঙার ঘটনা ঘটেছিল। 


পাঞ্জাবে সুরক্ষা-প্রশ্ন:
গত বছর কৃষক বিল নিয়ে আন্দোলনে উত্তাল পাঞ্জাব। সেই সময় জানুয়ারিতে একটি নির্বাচনীয় সভায় যাওয়ার সময় প্রশ্নের মুখে পড়ে প্রধানমন্ত্রী নিরাপত্তা বলয়। ৫ জানুয়ারি, ফিরোজপুরে একটি নির্বাচনী ব়্যালিতে যাওয়ার সময় আটকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। বিক্ষোভরত কৃষকদের জন্য সেবার একটি উড়ালপুলের উপর প্রায় ২০ মিনিট ধরে আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। 


ওই ঘটনায় তদন্ত করার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল। ওই কমিটি তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই ঘটনার পিছনে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কিনা তা দেখার জন্যই ওই কমিটি তৈরি করা হয়েছিল। ওই কমিটি জানিয়েছিল, ওই ঘটনায় পাঞ্জাব পুলিশের তরফে গাফিলতি ছিল। পাঁচ সদস্যের ওই কমিটির নেতৃত্ব দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। তাঁর নেতৃত্বে থাকা কমিটি প্রধানমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন।   


গুজরাতেও আশঙ্কা:
নরেন্দ্র মোদির ঘরের রাজ্য গুজরাতেও তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত বছরের নভেম্বরে নরেন্দ্র মোদির একটি জনসভা ছিল গুজরাতের বাভলাতে। সেখানে 'নো ড্রোন ফ্লাইং জ়োন'-এ ড্রোন ওড়ানোর ঘটনা ঘটে। তার জন্য তিন জনকে গ্রেফতার করে গুজরাত পুলিশ।


ওই দিন ড্রোনটিকে দেখার পরে সেটিকে গুলি করে নামায় নিরাপত্তারক্ষীরা। পরে বম্ব স্কোয়াড ড্রোনটিকে পরীক্ষা করে দেখে। পরে জানা যায়, অনুমতি ছাড়়াই ছবি তোলার কাজে ব্যবহার করা হচ্ছিল ওই ড্রোন। যদিও তদন্তের পরে জানা যায়, ওই তিনজন পেশাদার ফটোগ্রাফার। কোনও অপরাধের সঙ্গে তাঁদের যোগাযোগ মেলেনি।


ভারতে সন্ত্রাসবাদী হামলায় প্রধানমন্ত্রীর জীবনহানির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী থাকার সময় দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন ইন্দিরা গাঁধী। তারপরে সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিল ভারতের আরও এক প্রধানমন্ত্রী এবং ইন্দিরা গাঁধীর পুত্র রাজীব গাঁধী। দক্ষিণে রাজ্যে, মালার মধ্যে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে মারা গিয়েছিলেন তিনি। ফলে প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে বরাবরই একটু বেশি কড়া হওয়ার কথা বলে থাকেন অনেকে।


আরও পড়ুন: হাতে মালা নিয়ে ছুট, মোদির সুরক্ষাবলয় ভেঙে ঢুকে পড়লেন যুবক