নয়াদিল্লি: বরফে ঢাকা কাশ্মীরের রাস্তায় স্ট্রেচারে চাপিয়ে এক সন্তানসম্ভবা মহিলাকে সেনাবাহিনীর জওয়ানদের নিয়ে যাওয়ার ভিডিও শেয়ার করে বাহিনীর তারিফ করলেন নরেন্দ্র মোদি। ভারতীয় সেনার চিনার কোর শাখা ওই ভিডিও ট্যুইট করেছে। শ্রীনগরকে কেন্দ্র করে তারা কাজকর্ম চালায়। তারা বলেছে, ব্যাপক তুষারপাতের মধ্যে শামিমাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার হয়। তখনই এগিয়ে আসেন সেনা জওয়ানরা। চিনার কোর ট্যুইটে বলেছে, চার ঘন্টা ধরে ১০০-র বেশি সেনা জওয়ান, ৩০ জন সাধারণ মানুষ পায়ে হেঁটে পুরু বরফের স্তর পেরিয়ে তাঁকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যান। হাসপাতালে সন্তান প্রসব করেন মহিলা। মা, বাচ্চা দুজনেই সুস্থ আছে।


বুধবার পালিত হচ্ছে ৭২-তম সেনাদিবস। সেদিনই সেনার উর্দি পরা জওয়ানদের মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ঘটনার প্রশংসা করে প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, সাহস, পেশাদারিত্বের জন্য পরিচিত আমাদের সেনা। মানবিক চেতনার জন্যও মানুষ তাদের সম্মান করে। যখনই মানুষের সাহায্যের প্রয়োজন হয়েছে, আমাদের সেনাবাহিনী সাড়া দিয়ে যা যা করা সম্ভব, সব কিছু করেছে। আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত। শামিমা ও তাঁর বাচ্চার সুস্বাস্থ্য কামনা করছি।
এদিন ৭২-তম সেনাদিবসে দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান এমএম নারাভানে, নৌবাহিনী, বায়ুসেনা প্রধানরা। ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতও। ভারতীয় সেনার নানা ভূমিকার প্রশংসা করে আজ ট্যুইট করেছেন রাজনৈতিক দুনিয়ার লোকজন, সেলেব্রিটিরাও।