হেমতাবাদ: হেমতাবাদের মৃত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের গলায় ফাঁসের দাগ একটানা নয়। বলা হল ময়নাতদন্ত রিপোর্টে। যা দেখে ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন, খুন নয়, সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন।

রিপোর্টে বলা হয়েছে, গলার ফাঁসের কারণেই মারা গিয়েছেন দেবেন্দ্রনাথ। ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে, কাউকে জোর করে মারা হলে, দাগ একটানা থাকত। কিন্তু একটানা নয় এমন দাগ আত্মহত্যার ইঙ্গিত দেয়। মৃত্যুর পর ঝোলানো হয়নি, গলায় ফাঁসের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।



ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, বিধায়কের দেহে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই। জোর করে ফাঁস দেওয়া হলে, অন্য আঘাতের চিহ্ন থাকত। বলেছেন বিশেষজ্ঞরা। বিরোধীরা সিবিআই তদন্ত চাইলেও তা উড়িয়ে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পুলিশও দাবি করেছে, মৃত বিধায়কের পকেট থেকে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।