পটনা : করোনায় মৃতের ডেথ সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি চাইলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি। ট্যুইট করে এই বক্তব্য রাখলেন 'হিন্দুস্থানি আওয়াম মোর্চার' প্রেসিডেন্ট। যার জেরে বিহারে ফের এনডিএ-তে কোন্দলের আশঙ্কা দেখছে রাজনৈতিক মহল।
সোমবার করোনার ভ্যাকসিনের শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে আপত্তি তোলেন জিতন রাম মাঝি। তিনি বলেন, ''প্রধানমন্ত্রী দেশে করোনা টিকাকরণের কৃতিত্ব নিচ্ছেন। করোনায় মৃতদের সার্টিফিকেটেও ওঁর ছবি থাকা উচিত। তবে তা ন্যায়সঙ্গত হবে।'' রবিবারই করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রেসিডেন্ট অথবা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের ছবি থাকা উচিত বলে দাবি করেন মাঝি।
বিহার রাজনীতির হাওয়া মোরগ বলছে, মাঝির এই মোদি বিরোধী বক্তব্য মোটেই ভাল চোখে দেখছ না বিজেপি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। যার ফলে মাঝির বক্তব্যকে ঘুরিয়ে নীতীশ কুমারের বক্তব্য হিসাবে ধরতে পারে বিজেপি। বিহার রাজনীতির সাম্প্রতিক অতীত বলছে, ২০২০ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে জেডিইউ-এর ছাড়া আসনে লড়ে 'হিন্দুস্থানি আওয়াম মোর্চা'। সেখানে ৪টি আসন জেতে জিতন রাম মাঝির দল। যদিও বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেই বিহারের তখতে আসেন নীতীশ কুমার।
দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যাবে, অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে এখন 'ফটোগ্রাফ পলিটিকস'-এর রমরমা। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থানে সবাই ভ্যাকসিনের কৃতিত্ব নিতে ব্যস্ত। এইসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের দাবি, অন্য দেশ থেকে ভ্যাকসিন কিনেছেন তাঁরা। তাই ভ্যাকসিনের সার্টিফিকেটে মুখ্যমন্ত্রীর ছবি যেতেই পারে।
বিহারের রাজনৈতিক মহল বলছে, একই মানসিক অবস্থা হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। ভ্যাকসিনে নিজের ছবি দিয়ে কৃতিত্ব নিতে চাইছেন তিনি। কিন্তু এনডিএ সরকারে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় টিকাকরণের প্রোগ্রামের কৃতিত্ব নিতে পারছেন না তিনি। নিজে বলতে না পারলেও অন্যতম ঘনিষ্ঠ তাঁর মুখের কথা বলে বেড়াচ্ছেন। অতীতে ভ্যাকসিনের শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ছবি নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দলগুলিও।