প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রিয়ঙ্কা প্রশ্ন ছুঁড়ে দেন, তিনি হিংসা না অহিংসা, উন্নয়ন না অরাজকতা, অসহিষ্ণুতা, কীসের পক্ষে। বলেন, বিজেপি সরকারের মন্ত্রী, নেতারা যখন মানুষকে গুলি করে মারার নিদান দেবেন, উসকানিমূলক কথাবার্তা বলবেন, তখন এমন ঘটা সম্ভব। কী ধরনের দিল্লি তৈরি করতে চান, জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে।
সরাসরি না বললেও প্রিয়ঙ্কা ইঙ্গিত করেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের বিতর্কিত ভাষণের প্রতি যাতে ‘দেশ কে গদ্দারো কো, গোলি মারো শালো কো’ স্লোগান উঠেছে। ঘটনার যে ভিডিও বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে, দিল্লিতে বিজেপি প্রার্থীর সমর্থনে ভাষণে অনুরাগ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা লোকজনের সঙ্গে কেমন আচরণ করা উচিত, জিজ্ঞাসা করছেন, জনতা বলছে, গুলি করে মারা হোক। এ নিয়ে তুমুল শোরগোলের জেরে নির্বাচন কমিশন অনুরাগের ওপর ৭২ ঘন্টা ভোটের প্রচারে নিষেধাজ্ঞা চাপিয়েছে আজ।