নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না অভিজ্ঞ পেসার উমেশ যাদব। অপর এক অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার মতোই তিনিও শুধু টেস্ট দলেই সুযোগ পাচ্ছেন। একদিনের ও টি-২০ দলে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামির পাশাপাশি সুযোগ পাচ্ছেন শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরের মতো বোলাররা। উমেশ শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালের ২৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিনি শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন গত বছরের ২৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ডানহাতি পেসার জানিয়েছেন, তিনি ফের জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ম্যাচ খেলতে চান।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উমেশ জানিয়েছেন, ‘কে মাঠের বাইরে বসে থাকতে চায়? আমিও তো মানুষ। আমি ফের সাদা বলের ক্রিকেট খেলতে চাই। তার জন্য কঠোর পরিশ্রম করছি। দেশের হয়ে খেলার সুযোগ দেওয়ার জন্য আমি নির্বাচকদের কাছে কৃতজ্ঞ। তাঁরাই সবচেয়ে ভাল বিচারক। আমি সাদা বলের ক্রিকেটের দলে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তার জন্য যা করতে হয় করব।’
উমেশ আরও জানিয়েছেন, ‘আমি ২০১৫ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলাম। দেশের হয়ে ভাল খেলে আমি খুশি হয়েছিলাম। ২০১৯ বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে হতাশ হই। নিউজিল্যান্ড সফরে টেস্ট ম্যাচ খেলতে চাই। সম্প্রতি আমি টেস্টে ভাল পারফরম্যান্স দেখিয়েছি। আশা করি নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে সুযোগ পাব। দলে থাকলে আমি ১০০ শতাংশ দেব।’
বিশ্বকাপে সুযোগ না পেয়ে হতাশ, ফের সীমিত ওভারের ক্রিকেট খেলতে চান, জানালেন উমেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2020 06:30 PM (IST)
তিনি শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন গত বছরের ২৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -