নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে সংসদে আলোচনা হতে দিচ্ছে না বিরোধীরা। তাদের এই আচরণ অগণতান্ত্রিক। এভাবে বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের সমালোচনায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, দেশের অর্থনীতিতে ‘বড়সড় এই সংস্কারে’র ক্ষেত্রে মানুষের সমর্থন রয়েছে।
বৈঠকে মোদী বলেছেন, অতীতে সংসদের এমন অনেক সরকারি সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে যেগুলি উত্তেজনা ও সামাজিক সংঘাতের কারণ হয়ে উঠেছিল। কিন্তু এখন নোট বাতিলের মতো গঠনমূলক সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলি সংসদ অচল করে রেখেছে।
বৈঠকের পর সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে সংবাদমাধ্যমকে অবহিত করেছেন। যদিও অতীতের কোন কোন বিষয়ের প্রতি প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি কুমার।
দেশ নগদ নির্ভরতা ছেড়ে ডিজিটাল অর্থনীতির পথে এগিয়ে চলেছে দাবি করে প্রধানমন্ত্রী দলের সাংসদের এবিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে বলেছেন। তিনি বলেছেন, ইভিএম এবং ভোটার তালিকা সম্পর্কে যেভাবে গণ সচেতনতা গড়ে তোলা হয়েছিল, এক্ষেত্রেও সেই পদ্ধতিতেই কাজ করতে হবে।
বিজেপির সংসদীয় দলের গৃহীত প্রস্তাবে বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, বিরোধীরা নোট বাতিল ইস্যুতে গোল পোস্ট বদল করছে।
অনন্ত কুমার বলেছেন,কংগ্রেস ও তৃণমূলের মতো দলগুলি সংসদে আলোচনায় বাধা দিচ্ছে। রাজনৈতিক এজেন্ডা হিসেবেই বিরোধীরা এই কৌশল নিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। কুমার বলেছেন, নোট-বিতর্কে সংসদের উভয় কক্ষেই বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। একথা আগেই স্পষ্ট করে জানানো হয়েছে।
বৈঠকে পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁর মন্ত্রক কীভাবে নগদ নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনের লক্ষ্য এগিয়ে চলেছে, সে বিষয়ে একটি প্রেজেন্টেশন দেন।
নোট বাতিলে সমর্থন রয়েছে মানুষের, বিরোধীরাই সংসদে বিতর্ক হতে দিচ্ছে না: মোদী
ABP Ananda, web desk
Updated at:
07 Dec 2016 02:55 PM (IST)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -