নয়াদিল্লি: ঘোষণা হয়েছিল অন্তর্বর্তীকালীন বাজেটে। প্রকল্পের সূচনাও করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘরে ঘরে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রকল্পে এবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেশের ১ কোটি পরিবারকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাঁদের বাড়ির ছাদে বসানো হবে সৌর প্যানেল। মাসে ৩০০ ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবহারে একটি টাকাও খরচ করতে হবে না তাঁদের, তাতে বছরে সাধারণ মানুষের কয়েক হাজার টাকা সাশ্রয় হবে বলে আশাবাদী সরকার। সৌর প্যানেল বসানোর খরচে ভর্তুকি দেওয়ার পাশাপাশি, অতিরিক্ত বিদ্যুৎ বিভিন্ন সংস্থাকে বিক্রিও করাতেও ছাড় দিয়েছে কেন্দ্র। (PM Surya Ghar)


লোকসভা নির্বাচনের আগে 'প্রধানমন্ত্রী সূর্যঘর: মুফ্ত বিজলি যোজনা' প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র। এর আওতায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে ঘরে ঘরে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে। বৃহস্পতিবার সেই নিয়ে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানান, 'প্রধানমন্ত্রী সূর্যঘর: মুফ্ত বিজলি যোজনা' প্রকল্পে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত ১৩ ফেব্রুয়ারি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এই খাতে আপাতত ৭২ হাজার ২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। (Muft Bijli Yojana)


অনুরাগ জানিয়েছেন, কেন্দ্রের এই পদক্ষেপে দেশের সাধারণ পরিবারগুলি উপকৃত হবে। পাশাপাশি সৌরশক্তিকে কাজে লাগিয়ে ঘরোয়া উৎপাদনও জোর পাবে। এই প্রকল্পের ফলে ১৭ লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর খরচের উপর ভর্তুকি সরকার দেবে বলে জানান অনুরাগ।


আরও পড়ুন: Air India Fine: হুইলচেয়ার মেলেনি কেন ? যাত্রী মৃত্যুর ঘটনায় ৩০ লাখের জরিমানা এই বিমান সংস্থার


কেন্দ্র জানিয়েছে ২ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম প্রযুক্তি বসানোর যে খরচ, তার ৬০ শতাংশে সরকারি সহযোগিতা মিলবে। ২-৩ কিলোওয়াট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম প্রযুক্তি বসানোর অতিরিক্ত যে খরচ, তার ৪০ শতাংশে সরকারি সহযোগিতা মিলবে। কেন্দ্রের দাবি, ১ কিলোওয়াটে ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটে ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটে ৭৮ হাজার টাকা ভর্তুকি মিলবে। যাঁদের বাড়ির ছাদে আগে থেকেই সৌর প্যানেল রয়েছে, তাঁরা কোনও ভর্তুকি পাবেন না।


৩ কিলোওয়াটের সৌর প্যানেল বসানোর আনুমানিক খরচ ১ লক্ষ ৪৫ হাজার টাকা। তার উপর ৭৮ হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। বাতি টাকা কম সুদে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া যাবে। নেট মিটারিং-এর সাহায্যে অতিরিক্ত বিদ্যুৎ বিভিন্ন সংস্থাকে বিক্রিও করে দিতে পারবেন গৃহস্থেরা।


কেন্দ্র জানিয়েছে, সৌরবিদ্যুৎ সংযোগ বসে গেলে, বিদ্যুতের বিল মেটানোর টাকা বাঁচবে সাধারণ মানুষের। ৩ কিলোওয়াট বিদ্যুতের প্রযুক্তি বসলে মাসে ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে, যা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি।