নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে লাল কেল্লার বক্তৃতায় আত্মনির্ভর ভারতের নতুন রূপরেখা উপহার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন এ কথা।

বিপ্লবী উধম সিংহের প্রতি শ্রদ্ধা জানাতে একটি অনলাইন অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সরকারি দফতর ও মন্ত্রক প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত উদ্যোগ সফল করতে গুরুত্ব দিয়ে কাজ করছে। মোহনদাস কর্মচন্দ গাঁধীর স্বদেশি চিন্তাকে বাস্তবায়িত করার চেষ্টা করছে তারা। আত্মনির্ভর উদ্যোগ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, করোনা অতিমারী দেখিয়ে দিয়েছে, যদি কোনও দেশ নিজের পায়ে না দাঁড়ায় তবে সে হয়তো নিজের সার্বভৌমত্ব ঠিকভাবে রক্ষা করতে পারে না। ভারতের আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব কোনওভাবেই ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন।

রাজনাথ বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রক সেনার জন্য লাইট কমব্যাট হেলিকপ্টার, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, সাধারণ সাবমেরিন, ক্ষেপণাস্ত্র সহ ১০১টি অস্ত্রের আমদানি ও প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাকে গুরুত্ব দিতেই এমন কঠোর সিদ্ধান্ত। ২০২৪-এর মধ্যে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এবার থেকে বড়সড় অস্ত্র ভারতেই তৈরি হবে, যাতে এ দেশ প্রতিরক্ষা পরিকাঠামো নির্মাণের একটি সফল হাব হয়ে দাঁড়ায়, সেদিকে লক্ষ্য রেখে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র রফতানি করা হবে।