নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণাকে কংগ্রেস সমর্থন করলেও এতে নতুন কিছুই নেই বলে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। মোদির আজ সকালে দেশবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত ভাষণের প্রতিক্রিয়ায় কংগ্রেসের শীর্ষ নেতা বলেন, লকডাউন বৃদ্ধির বাধ্যবাধকতা আমরা বুঝি। আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি। কিন্তু লকডাউন বাদ দিলে প্রধানমন্ত্রী নতুন বছরের বার্তায় ‘নতুন’ কী রয়েছে?


একগুচ্ছ ট্যুইট করে কেন্দ্রের সরকার রঘুরাম রাজন, অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করছে বলে অভিযোগ করে ক্ষোভ জানিয়ে বলেন, স্পষ্ট বোঝা যাচ্ছে, গরিবের জীবনধারণ, তাদের অস্তিত্ব সরকারের অগ্রাধিকারের তালিকায় নেই। রঘুরাম রাজন থেকে জ্ঁ দ্রেজে, প্রভাত পট্টনায়ক থেকে অভিজিত বন্দ্যোপাধ্যায়, ওঁদের পরামর্শ কারও কানে ঢুকছে না। গরিবকে ২১ দিনের পর আরও ১৯ দিনের জন্য কার্যত খাবার ভিক্ষে চাওয়া সহ নিজেকে নিজেই বাঁচানোর পথে বেছে নিতে ছেড়ে দেওয়া হল। অর্থ, খাবার সবই আছে, কিন্তু সরকার কোনওটাই দেবে না। আমার প্রিয় দেশ, তুমি কাঁদো! তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রীদের টাকার দাবির ব্যাপারে কোনও সাড়া নেই, ২৫ মার্চের অতি সামান্য প্যাকেজের পর তাতে আর একটা টাকাও যোগ হয়নি।