নয়াদিল্লি: ‘কংগ্রেস (Congress) ছাড়া বিজেপি (BJP) বিরোধী শক্তিশালী জোট সম্ভব নয়। জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে দূরে রাখলে ফ্যাসিস্ত শাসক শক্তিশালী হবে। তৃণমূল (TMC) নেত্রী মুম্বই থেকে ফেরার পরই শিবসেনা (Shivsena) মুখপত্র সামনায় উল্লেখ। মমতার মুম্বই (Mumbai) সফরে বিরোধী রাজনীতি (Politics) সক্রিয় হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মুখপত্রে।
স্পষ্টতই, ইউপিএ-কে (UPA) আরও শক্তিশালী করার পক্ষে সওয়াল সামনায়। এর পাশাপাশি একুশের বিধানসভা ভোট উল্লেখ করেও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির প্রশংসাও করেছে শিবসেনা (Shivsena)। উল্লেখ করা হয়েছে, “বাংলায় মমতা বাঘিনীর মত লড়াই করে জয়ী হয়েছেন। তাঁর লড়াইকে দেশ কুর্নিশ জানিয়েছে। মমতা বাংলা থেকে কংগ্রেস, বাম, বিজেপিকে সাফ করে দিয়েছেন। মোদি বা বিজেপি কংগ্রেসমুক্ত ভারতের চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। কিন্তু মোদি-বিরোধিতায় যাঁরা লড়ছেন তাঁরাও কংগ্রেসের ধ্বংস চাইলে, সেটা বিপজ্জনক। কিন্তু জাতীয় রাজনীতিতে কংগ্রেসের স্থান নেওয়ার চেষ্টা ভয়ঙ্কর সিদ্ধান্ত হবে।''
বিরোধী জোট প্রসঙ্গে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, এর আগেও একাধিকবার তৃতীয় ফ্রন্ট, চতুর্থ ফ্রন্ট হয়েছে। এই ধরনের ফ্রন্টের সুবিধা সবথেকে বেশি পায় বিজেপি। আমাদের বক্তব্য ইউপিএ-এর মতো যে ফ্রন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। সেই ফ্রন্টকে কেন মজবুত করা হবে না। কারোর কংগ্রেসের সঙ্গে মতভেদ থাকতেই পারে। তার সবথেকে বড় উদাহরণ। কংগ্রেসকে দূরে রেখে কোনও ফ্রন্ট তৈরি করার ভাবনা রাজনীতিতে সঠিক নয়। মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা সহ একাধিক রাজ্যে কংগ্রেস আছে।
এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কউকে বাদ দেওয়া বা সরানোর কথা বলেননি। তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী জোট করতে চায়। এর মধ্যে কোনও দ্বন্দ্ব কি আছে?'' এবিষয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, "প্রচারের উদ্দেশ্য সামনের দিকে বিজেপি বিরোধী শক্তিশালী দল তৈরি করতে হবে। ভেতরের উদ্দেশ্য কংগ্রেসকে বাদ দিয়ে করতে হবে। ভারতের বিরোধী রাজনৈতিক দল তাতে রাজি নয়।''
আরও পড়ুন: School Close: রাজ্যজুড়ে আপাতত বন্ধ ৮৯টি স্কুল, সিদ্ধান্ত সরকারের