কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যজুড়ে আপাতত বন্ধ (School Close) ৮৯টি স্কুল। পড়ুয়া সংখ্যা শূন্য হওয়ায় সিদ্ধান্ত সরকারের। পড়ুয়া শূন্য স্কুল থেকে ৩১১ জন শিক্ষক-শিক্ষিকাকে বদলির সিদ্ধান্ত। ইতিমধ্যে ১৭০ জনের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal School of Secondary Education)। আপাতত বন্ধ হওয়া স্কুলগুলি জুনিয়র হাই (Junior High) থেকে হাইস্কুল (High School)। সূত্রের খবর, স্কুলগুলির ভবিষ্যৎ কী হবে আলোচনা করে সিদ্ধান্ত।


মধ্যশিক্ষা পর্ষদ বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে বদলি করেছে। যার অর্ডারও ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। সরকারি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ৩১১ জনকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে স্কুলগুলি থেকে শিক্ষক শিক্ষিকাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে কোনও শিক্ষক-শিক্ষিকা নেই। রাজ্যজুড়ে ৮৯টি আপার প্রাইমারি সহ হাইস্কুল আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। গোটা স্কুলে কোনও ক্লাসে একজনও পড়ুয়া নেই।


গত কয়েক বছরে ইংরেজি মাধ্যমে ভর্তি করানোর প্রবণতা বাড়ছে অভিভাবকদের মধ্যে বাড়ছে। সেই কারণেই এটা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, যেসব স্কুলে আসতে আসতে পড়ুয়াদের সংখ্যা কমছিল, বা শূন্য হয়ে গিয়েছে সেই সব স্কুল থেকে শিক্ষকদের বদলি করা হবে। ইতিমধ্যেই বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। এই তালিকায় রয়েছে ৩১১ জনের নাম।


এর আগে ছাত্র শূন্যতায় প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। কিন্তু রাজ্যজুড়ে এত সংখ্যক আপার প্রাইমারি এবং হাইস্কুল বন্ধ হওয়া বেনজির বলেই মনে করছে শিক্ষা মহল। শিক্ষক বদলি হওয়াতেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। সারা রাজ্যের বিভিন্ন স্কুলের নাম রয়েছে এই তালিকায়। সবথেকে বেশি হাওড়া এবং হুগলিতে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, কলকাতা সহ প্রায় সব জেলাতেই স্কুল বন্ধ হচ্ছে। এই স্কুলগুলি নিয়ে আগামীদিনে কী হবে তা পরবর্তী পর্যায়ে ঠিক করা হবে। আপাতত শিক্ষা আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষার প্রয়োজনে ওই স্কুল ব্যবহার করা যাবে। অথবা অন্য কোনও স্কুলের প্রয়োজনেও ব্যবহার অনুমতি দেওয়া হয়েছে।


আরও পড়ুন: Cyclone Jawad:ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় জাওয়াদের, কাল থেকেই থেকে শুরু হবে বৃষ্টি