কলকাতা: ভবানীপুর উপনির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে তৃণমূল। এদিন ভবানীপুরের যদুবাবুর বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারের মঞ্চ থেকেই তিনি বলেন যে ভবানীপুরে যদি মমতাকে ১ লক্ষ ভোটে না জেতাতে পারি, ভারত বাঁচবে না। মাথা উঁচু করে বুথে যাবেন। আপনি ভোট দেবেন, মমতা ৫ বছর মাথা নিচু করে কাজ করে যাবেন।           

  


একুশের ভোটের লড়াই ও ফলাফলকে উদ্ধৃত করে অভিষেক বলেন,  "বাংলা প্রমাণ করে দিয়েছে। এবার ভবানীপুরকেও প্রমাণ করতে হবে। বাংলা বাংলার মেয়েকেই চায়। আগামীদিন দিল্লিতে পরিবর্তনের শুরু করছেন। আপনি তৃণমূলকে ভোট দিচ্ছেন, আগামীদিনে দিল্লিতে পরিবর্তন আনতে। আর যাই করুক তৃণমূল মেরুদণ্ড বিক্রি করবে না। মমতার সঙ্গে সমর্থন থাকলে, আগামী দিনে বাংলায় সীমাবদ্ধ থাকবে না তৃণমূল। "                


আরও পড়ুন, 'মৃত্যুর দিন পর্যন্ত এই বাড়িতে থাকব', বৈশাখীর হুঁশিয়ারির পাল্টা দিলেন রত্না


এদিন প্রচার থেকে মোদি সরকারকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "ইডি ৫টা চিঠি পাঠাচ্ছে। কত পাঠাবে পাঠাক না। যত গায়ের জোর প্রয়োগ করো, কোনও লাভ নেই। এই মাটি বশ্যতা স্বীকার করবে না। তাই মমতার পা ভেঙে দেওয়ার পরও, হুইলচেয়ারে প্রচার করে ২১৩টি আসনে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন।"          


আরও পড়ুন, দেবী দুর্গার আগমনই কি কারণ ? কেন বলে মহালয়া ?


পাশাপাশি মমতার রোম যাত্রা বাতিল নিয়েও সরব হয়েছেন অভিষেক। তাঁর কথায়, "এতো গাত্রদাহ...ভারত থেকে একমাত্র ডাক পেয়েছিল শান্তি সম্মেলনে, যেতে দিল না। কারণ মোদির থেকে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছেন। মোদিকে স্মরণ, কংগ্রেসের মতো একই ভুল। তার কী পরিণতি হয়েছিল। আপনারও এক পরিণতি হবে।"