অর্ণব মুখোপাধ্যায়,কলকাতা: বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠক করল বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। কলকাতা সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গেও বৈঠক করা হয়। ভুয়ো ভোটার রুখতে কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি! কিন্তু, বঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়া বিজেপি, ভোটের স্ট্রাটেজি ঠিক করতে অনেক আগে থেকেই উঠে পড়ে লেগেছে! সোমবার হেস্টিংসের পার্টি অফিসে বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএল সন্তোষ এবং বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ৷ প্রথম বৈঠকটি হয় ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির। দ্বিতীয় বৈঠকটি হয় কলকাতা সাংগঠনিক জেলার। ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম ঢোকানো হয়েছে বলে সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে, বিজেপির এদিনের বৈঠকে বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়া সহ নানা প্রসঙ্গে আলোচনা হয়।
এরই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ভোট স্ট্র্যাটেজি কী হবে তা নিয়েও কথা হয় বলে সূত্রের খবর। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী কলকাতার ১১টি বিধানসভা আসনের মধ্যে ৮টিতে এগিয়ে ছিল তৃণমূল। ৩টিতে বিজেপি।
এই প্রেক্ষাপটে এদিন, কলকাতা সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা। সেই বৈঠকে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপি যখন ভোট কৌশল ঠিক করতে বৈঠকের পর বৈঠক করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, তৃণমূলই ক্ষমতায় থাকবে।
ফেব্রুয়ারি থেকে মার্চ, রাজ্যজুড়ে রথযাত্রা করবে বিজেপি। রাজ্য বিজেপির পাঁচটি সাংগঠনিক জোন থেকে ৫টি রথ বেরোবে। এদিনের বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়।