নয়া দিল্লি: দীর্ঘ চাপানউতোর শেষে কংগ্রেস (Congress) ত্যাগ করলেন অমরিন্দর সিংহ (Amarinder Singh)। মঙ্গলবারই 'সরকারিভাবে' ইস্তফাপত্র জমা দিলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মাসখানেক আগেই পঞ্জাবের ‘অধিনায়কত্ব’ ছেড়ে দেন অমরিন্দর। অমরিন্দর সিংহ মুখ্যমন্ত্রীত্বের পদে ইস্তফা দেওয়ায় পঞ্জাব কংগ্রেসের মধ্যে চলতে থাকা বিভাজন আরও প্রকাশ্যে আসে। সবাইকে চমকে দিয়ে পঞ্জাবের রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তিনি। এদিন নতুন দলও ঘোষণা করেন তিনি। সংবাদসংস্থা এএনআই জানিয়েছেন, অমরিন্দরের নতুন দলের নাম- 'পঞ্জাব লোক কংগ্রেস' (Punjab Lok Congress)।


সম্প্রতি অমরিন্দর সিংহ সনিয়া গাঁধীকে (Sonia Gandhi) জানিয়েছিলেন যে, তাঁকে তিন বার অপমান করেছে দল। ক্যাপ্টেন বলেছিলেন, আমি আমার অবস্থান কংগ্রেসের কাছে স্পষ্ট করে দিয়েছি যে, আমার সঙ্গে এরকম ব্যবহার করা যাবে না। তিনি ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন যে, এমন কোনও জায়গায় কী করে কেউ থাকতে পারেন যেখানে তাঁর ওপর বিশ্বাসই নেই। ক্যাপ্টেন বলেছিলেন, 'আমি আমার অবস্থান স্পষ্ট করেছি। যেখানে বিশ্বাসই নেই, সেখানে চালিয়ে যাওয়া যায় না।'



আরও পড়ুন, কাবুলের সেনা হাসপাতালের জোড়া বিস্ফোরণ, মৃত ১৯, আহত ৫০


জানা গিয়েছে, দল ছাড়ার বিষয়ে কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধীকে সাত পাতার একটি চিঠি লিখেছেন তিনি। সেই চিঠিতে ক্যাপ্টেন জানিয়েছেন, "আমি আসলে আপনার আচরণে এবং আপনার সন্তানদের আচরণে গভীরভাবে আহত হয়েছি। যাদের আমি এখনও আমার নিজের সন্তানদের মতো গভীরভাবে ভালোবাসি। তাঁদের বাবার সঙ্গে আমার পরিচয় ছিল।" কংগ্রেসের সঙ্গে সুদীর্ঘ ইতিহাসের কথাও উল্লেখ করেছেন অমরিন্দর।                                           


পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ ছাড়ার সময়ই ইস্তফাপত্র জমা দেওয়ার পর অমরিন্দর জানিয়েছিলন, 'আজ সকালেই সিদ্ধান্ত নিয়েছি। আমি সকালেই কংগ্রেস সভানেত্রীর সঙ্গে কথা বলেছিলাম। গত দু'মাসে তৃতীয়বার এরকম ঘটনা (পরিষদীয় বৈঠক) ঘটল। বিধায়কদের দু'বার দিল্লিতে ডেকে নেওয়া হল। তৃতীয়বার বৈঠক করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার উপর যেন সন্দেহ আছে। আমি অপমানিত বোধ করছি। যাঁর উপর ভরসা আছে, তাঁকে (মুখ্যমন্ত্রী) করে দিক হাইকমান্ড।'