কলকাতা : আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সরকারিভাবে আজই তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার বিল পেশের সম্ভাবনা ঘিরে গোটা দেশের নজর আপাতত রাজধানীতে। বিজেপি ও কংগ্রেসের তরফে হুইপ জারি করে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের (MP) উপস্থিত থাকতে বলা হয়েছে। অপরদিকে কৃষি আইন জারি করার পর শেষমেশ প্রত্যাহার ঘিরে বিরোধীরা (Opposition) কোমর বাঁধছে সরকারকে আক্রমণে ঝাঁপাতে। কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে সমস্ত বিরোধী দলকে ডাকা হয়েছে বৈঠকে। যদিও সেখানে বিজেপি বিরোধী ঐক্য কতটা দৃঢ় থাকবে না নিয়ে সংশয় থাকছে। কারণ, কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে তৃণমূল কংগ্রেস হাজির থাকবে না বলেই খবর। এই অবস্থায় দিল্লি উড়ে যাওয়ার আগে গোটা বিষয়টা নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বাংলার সাংসদের খোঁচা, 'বিরোধীদের বৈঠকের কোনও গুরুত্ব নেই। আগেও তো একাধিকবার ডেকেছে, লাভ কিছু হয়নি।' পাশাপাশি বিরোধীদের মধ্যে সামনে চলে আসা বিবাদ নিয়ে তাঁর খোঁচা, বিরোধীদের মধ্যে এখন ঝামেলা কে নেতা হবে তা নিয়ে।


প্রসঙ্গত, আজ সংসদে কেন্দ্রের তরফে কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।  শীতকালীন অধিবেশনে ৩০টি বিল পেশ করতে চলেছে কেন্দ্র। তার মধ্যে থাকছে বিদ্যুৎ, পেনশন, ব্যাঙ্কিং,  আর্থিক সংস্কার সংক্রান্ত বিল। এরমধ্যে অনেকগুলি বিল নিয়েই আপত্তি রয়েছে বিরোধীদের।  ফলে শীতকালীন অধিবেশনেও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। তবে বিরোধীদের আক্রমণের প্রধান হাতিয়ার হতে চলেছে কৃষি আইনই। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েই কেন্দ্রকে আক্রমণের পরিকল্পনা করেছে বিরোধীরা। পাশাপাশি, পেট্রোপণ্য ও অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি, লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা-সহ একাধিক বিষয় নিয়ে সরব হবে কংগ্রেস।


এদিকে, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষেও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে কলকাতা পুরসভার জন্য প্রার্থীতালিকা। যদিও কলকাতার কোন ওয়ার্ডে গেরুয়া শিবিরের হয়ে কে লড়বেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যে প্রার্থীতালিকা নিয়ে কয়েক দফা বৈঠক করেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজই সেই তালিকা প্রকাশ করার কথা বিজেপির। দিলীপ ঘোষও শীতলাকলীন অধিবেশনে যোগ দিতে কলকাতা ছাড়ার আগে জানিয়ে গেলেন, 'এখান থেকেই আজ প্রার্থীতালিকা ঘোষণা করা হবে।'


আরও পড়ুন- আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন