কলকাতা: কলকাতার পুরভোটে জোট হয়নি বাম-কংগ্রেসের (Left-Congress)। এই অবস্থায় কীরকম ফল হতে পারে দু’দলের? এ নিয়ে জল্পনার মাঝেই জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি। আজ পুরভোটের ইস্তেহারও প্রকাশ করল কংগ্রেস। তাতে জোর দেওয়া হয়েছে বস্তি উন্নয়ন থেকে কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়নে।


বিধানসভা ভোটে জোট করেও খাতা খুলতে পারেনি বাম-কংগ্রেস। তারপর কলকাতার পুরভোটে (Kolkata Municipal Election) আর জোট করেনি দুই দল। এই অবস্থায় কি পুরভোটে দাগ কাটতে পারবে বাম-কংগ্রেস? আলাদা আলাদা লড়াই করে কীরকম ফল হবে তাদের?  কলকাতা পুরভোটের মুখে যখন এই প্রশ্ন জোরাল, তখন, বামেদের সঙ্গে জোট না হওয়া নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। গতকাল দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, “জোট ছাড়া আমাদের কোনও সমস্যা নেই দিব্যি কংগ্রেস প্রচার করছে। কোনও সমস্যা হচ্ছে না।’’


গত বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস (Congress) এগিয়ে রয়েছে মাত্র একটি ওয়ার্ডে। আরও খারাপ অবস্থা বামেদের। তারা একটি ওয়ার্ডেও এগিয়ে নেই। এই প্রেক্ষাপটে পুরভোটের আগে দু’দলের জোট নিয়ে কথাবার্তা চালু হয়। সূত্রের খবর, ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪০টি আসন কংগ্রেসকে ছাড়তে চেয়েছিল বামেরা। কিন্তু আরও বেশি আসন দাবি করে কংগ্রেস। এই অবস্থায় আর জোটের কথা এগোয়নি। তবে খাতায় কলমে জোট না হলেও, ৩৩ আসনে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেয়নি দু’দলই। এমনকি প্রচারে বেরিয়ে একে অপরকে আক্রমণের পথে হাঁটতেও দেখা যায়নি দুই দলকে।   


যদিও আসন্ন পুরভোটে বাম-কংগ্রেসকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না রাজ্যের প্রধান বিরোধী দল। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি। মানুষ ওসব নিয়ে চিন্তা নেই। অধীরবাবু লড়াকু নেতা। সত্যি লড়াই করতে চাইছেন। তবে কংগ্রেস ওনার মঞ্চ নয়।'' রাজ্য নির্বাচন কমিশন বলছে, কলকাতা পুরভোটের জন্য তাদের রাজ্য পুলিশেই আস্থা আছে। কলকাতা পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে কড়া বার্তা দেওয়া হচ্ছে। আর বিরোধীরা দাবি করছে, এসবই আই ওয়াশ। এপ্রসঙ্গে অধীর বলেন, সেন্ট্রাল ফোর্স ছাড়া ভোটে আমাদের আশঙ্কা সবসময় থাকে। পঞ্চায়েত ভোটের সময় ৭০ জন খুন হয়েছিল। তৃণমূল নেতারা কি বলছে তার উপর আমাদের ভরসা নেই। সব চোরের দল। নেড়া বেলতলায় একবারই যায়।


আরও পড়ুন: North 24 Paraganas News: ‘কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট নয়’,বার্তা বিহারের সিপিআইএমএল বিধায়কের,গুরুত্ব দিতে নারাজ তৃণমূল