কলকাতা: পুলিশের হাতে গ্রেফতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ! আজ সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার করা হয় পরিচালক সহ আরও বেশ কিছু সিপিএমের নেতাকে ।


সোমবার রাসবিহারীতে সিপিএমের স্টলে হামলার অভিযোগ করা হয়েছিল দলের তরফ থেকে । অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এই হামলার অভিযোগের প্রতিবাদে রাসবিহারীতে সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার করা হয়েছে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য বেশ কয়েকজন। গ্রেফতার করে তাদের নিয়ে আসা হয় লালবাজারে। এখনও লালবাজারেই রয়েছেন তাঁরা । 


আরও পড়ুন: Weather Update: অষ্টমীর সকালে মুখভার আকাশের, বিকেলে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা?


কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির তীব্র নিন্দায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । ট্যুইটারে পরিচালক লিখেছেন, ‘বইয়ে এত ভয় ? কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দার ভাষা নেই । কমলেশ্বর’দার সঙ্গে যা হয়েছে, তা অত্যন্ত খারাপ ।’


 






এই ঘটনার প্রতিবাদ করে ট্যুইট করেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)-ও । ট্যুইটারে তিনি লিখেছেন, 'কমলেশ্বর মুখোপাধ্যায় গ্রেফতার । এক কথায় অপ্রীতিকর । একরাশ ধিক্কার ।'