নয়া দিল্লি : কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও সিপিআই নেতা কানহাইয়া কুমার। তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্রে খবর। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর।
রাজনৈতিক মহলের বক্তব্য, যদি কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দেন তাহলে বিরোধী শিবিরে একটা নাটকীয় পরিবর্তন আসতে চলেছে। যদি সবকিছু ঠিকঠাক যায়, তাহলে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর সঙ্গে শীঘ্রই বৈঠকে বসতে পারেন কানহাইয়া কুমার এবং তার পরেই কংগ্রেসে যোগ দিতে পারেন বলে এএনআই সূত্রের খবর।
২০১৯ সালে সিপিআইয়ের টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন কানহাইয়া কুমার। কিন্তু, বিজেপির বর্ষীয়ান নেতা গিরিরাজ সিংহর কাছে পরাজিত হন। তার পর থেকে প্রচারের আলো থেকে দূরে রয়েছেন কানহাইয়া কুমার। এবার নতুন করে রাজনৈতিক ইনিংস শুরু করতে চাইছেন তিনি, এমনটাই জল্পনা।
কংগ্রেসের এক শীর্ষ সূত্রের খবর, কানহাইয়াকে দলে নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শীর্ষ নেতৃত্বের কাছে। তবে, তিনি কখন ও কীভাবে কংগ্রেসে যোগদান করবেন তা এখনও ঠিক হয়নি।
প্রসঙ্গত, কংগ্রেসে এই মুহূর্তে তাঁর যোগদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দলে বিশাল নেতৃত্ব সঙ্কট দেখা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে জনতাকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে কানহাইয়া কুমারের। বিশেষ করে তরুণদের। কিন্তু, কংগ্রেসকে ভেবে দেখতে হবে তাদের জোটসঙ্গী রাষ্ট্রীয় জনতা দল বিষয়টাকে কীভাবে নেবে।
আরও পড়ুন ; 'যাদের ছবি দিদির পাশে দেখা যেত তারাই এখন মোদি সঙ্গে, আসলে পুরনো বিষ নতুন বোতলে', আক্রমণ কানহাইয়ার
এক সিনিয়র কংগ্রেস নেতা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচনের সময় থেকে এনিয়ে কথাবর্তা চলছিল। কিন্তু, কিছু কারণবশত কোনও ভাল ফল পাওয়া যাচ্ছিল না। তরুণ এই নেতার সঙ্গে আরও এক দফা নতুন করে আলোচনা শুরু হয়। এর পরই কানহাইয়া কুমারের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে।