পানাজি : তিনদিনের সফরে গোয়ায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। প্রথমে গোয়ার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বেলা ১২টায়, মৎস্যজীবীদের সংগঠনের সঙ্গে কথা বলবেন তিনি।
এরপর দুপুর ১টায় গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে তৃণমূলনেত্রীর সাংবাদিক বৈঠক রয়েছে। গোয়ার মাঙ্গুয়েশি মন্দির, মহালসা নারায়ণী মন্দির ও তপোভূমি মন্দিরে যাবেন তিনি। বিকেল পৌনে ৬টায় গোয়ার নাগরিক সমাজের সঙ্গে কথা বলবেন তিনি।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে তুঙ্গে উঠেছে তৃণমূল ও বিজেপির তরজা। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় পানাজি বিমানবন্দর থেকে বেরোনোর পর দেখানো হয় কালোপতাকা, দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান।
এর আগে গোয়ায় ঘাঁটি গাড়েন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সৌগত রায়, মানস ভুঁইয়া ও বাবুল সুপ্রিয়রা! গোয়ায় সক্রিয় রয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকও! আজ গোয়ায় তৃণমূলনেত্রীর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে।
যোগদান কর্মসূচির পাশাপাশি, গোয়ার আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হতে পারে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘আমরা ত্রিপুরায় গিয়েছি। গোয়াতেও ঢুকেছি। আরও ৫-৭টা রাজ্যে যাব। এটা কী মাস ? অক্টোবর। সামনে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি। হাতে তিন মাস হাতে সময় আছে। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। দল আমাকে দায়িত্ব দিয়েছে। তিন মাসে গোয়ায় জোড়াফুল ফুটবে। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার প্রতিষ্ঠা করবে। আপনারা লিখে নিন। গোয়ায় বর্তমানে বিজেপির সরকার রয়েছে। তারা অবশ্য তৃণমূলকে গোয়ায় রাজনৈতিক পর্যটক হিসাবে দেখছে!
রাজনীতিতে কি এবার নতুন চমক? বৃহস্পতিবার গোয়া পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের হয়ে ঘুঁটি সাজাচ্ছেন প্রশান্ত কিশোর। আর সেই প্রশান্ত কিশোরই আবার গোয়ার মাটিতে বসে কার্যত মোদির কৃতিত্বকে কুর্নিশ করলেন। সওয়াল করলেন বিজেপির হয়ে। ফের একবার খোঁচা দেন কংগ্রেসকে। এবার তাঁর কটাক্ষের নিশানা রাহুল গাঁধী।