কোয়েম্বটোর: প্রয়াত হলেন তামিলনাড়ুর Tamilnadu) মারুমালারছি দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (Marumalarchi Dravida Munnetra Kazhagam) দলের বর্ষীয়ান নেতা ও ইরোডের সাংসদ এ গণেশমূর্তি (Erode MP A Ganeshamurthi)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টা করার পর শারীরিক অসুস্থতার জন্য কোয়েম্বাটোরের (Coimbatore) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর ৫টা ৫মিনিট নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বর্ষীয়ান এই সাংসদের। বর্তমানে তাঁর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইরোড সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Government Erode Medical College and Hospital) নিয়ে যাওয়া হয়েছে। 


১৯৪৭ সালের ১০ জুন জন্ম নেওয়া এ গণেশমূর্তি ১৯৬৯ সালে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। সেই সময় তিনি ডিএমকে (DMK)-র ছাত্র সংগঠনের সহ আয়োজকের দায়িত্বে ছিলেন। এরপর ১৯৮৪ সালে দলের জেলা সভাপতির পদে নিযুক্ত হন। ১৯৮৯ সালে মোদাক্কুরিছি বিধানসভা থেকে বিধায়ক নির্বাচনে জয়ী হয়ে তামিলনাড়ু বিধানসভায় প্রথম প্রবেশ করেন তিনি।


এরপর ১৯৯৩ সালে ভাইকোর সঙ্গে হাত মিলিয়ে করুণানিধির ডিএমকে ত্যাগ করেন গণেশমূর্তি। তারপর ১৯৯৮ মারুমালারছি দ্রাবিড় মুনেত্রা কাঝাগাম দলের টিকিটে পালানি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের জন্য সাংসদ হিসেবে লোকসভায় প্রবেশ করেন তিনি। ২০০২ সালে তাঁকে তামিলনাড়ু সন্ত্রাসবাদী কাজকর্ম প্রতিরোধ আইন, ১৯৯৮ বা পোটাতে গ্রেফতার করা হয়। বারবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলটিটিই-র হয়ে সওয়াল করার জেরে ৫৫৫ দিন জেলেও কাটাতে হয় তাঁকে। এরপর ২০০৯ সালে এবং ২০১৯ সালে ইরোডে লোকসভা কেন্দ্র থেকে এমডিএমকে ও ডিএমকে-এর টিকিটে দু-বার জয়ী হন প্রয়াত ওই নেতা। 


প্রশাসন সূত্রে জানা গেছে, বর্ষীয়ান নেতা এ গণেশমূর্তির মৃতদেহটি পেরুনদুরাইয়ে অবস্থিত ইরোডে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সেখানকার কাজ সমাপ্ত হওয়ার পর সন্ধ্য়ায় মৃতদেহটি নিয়ে যাওয়া হবে তাঁর গ্রাম চেন্নাইমালাইয়ের কুমারাভালাসুতে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। 


প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে কিছু সমস্যার কারণে আত্মহত্যার চেষ্টা করেন এ গণেশমূর্তি। তাঁর সেই চেষ্টা সফল না হলেও তারপর থেকেই শারীরিক অসুস্থতার কারণে তাঁকে কোয়েম্বাটোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 


আরও পড়ুন: Varun Gandhi: ‘যত চরম মূল্যই দিতে হোক না কেন...’, BJP-র টিকিট না পেয়ে পিলিভিটবাসীকে আবেগতাড়িত চিঠি বরুণের