আমদাবাদ: আজ প্রথম দফায় ভোটগ্রহণ চলে গুজরাতে (Gujrat)। ভোটগ্রহণ (Assembly Election) হয় ৮৯টি নির্বাচনী কেন্দ্রে। বাকি ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ৫ ডিসেম্বর। এই গুজরাতেরই ভূমিপুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রোড শো (Road Show) ছিল এদিন। সেই মেগা রোড শোয়ের মধ্যে ঢুকে পড়ল একটি অ্যাম্বুলেন্স (Ambulance)।                                                 

Continues below advertisement

যদিও অ্যাম্বুলেন্স দেখে আর দেরি করেননি মোদি এবং উপস্থিত সুরক্ষাকর্মীরা। তড়িঘড়ি কনভয় অন্যত্র ঘুরিয়ে অ্যাম্বুলেন্সটিকে আগে রাস্তা করে দেওয়া হয়, যাতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে যানটি।                                 

তবে এই প্রথমবার নয়। এর আগেও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে কাংড়ায় মোদির সমাবেশের মধ্যে একটি অ্যাম্বুলেন্স চলে আসে। সেই সময়ও নিজের কনভয় থামিয়ে আগে অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিয়েছিলেন মোদি। এই ঘটনাটি নিয়ে ট্যুইট করেছে বিজেপি। পদ্ম শিবিরের তরফে বলা হয়েছে, "মোদিকে দেশের প্রধান সেবক বলার নেপথ্যে এই সব কারণগুলিই রয়েছে।"                                                       

Continues below advertisement

আরও পড়ুন, ১৮৩ জন 'অযোগ্য' শিক্ষকদের নাম প্রকাশ কমিশনের, তালিকায় কারা কারা রয়েছেন?

আমদাবাদে যে রোড শো ছিল তা ৩০ কিলোমিটারেরও বেশি রাস্তার। ৫ ডিসেম্বর গুজরাত বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ রয়েছে। সেই দিকে লক্ষ্য রেখেই এই রোড শো-এর আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নারোদা গ্রাম থেকে শুরু হয়েছিল এই প্রধানমন্ত্রীর এই রোড শোটি। জানা গিয়েছে, এই মেগা ইভেন্টটি আমদাবাদের পূর্ব প্রান্ত থেকে শুরু হয়েছে শহরের পশ্চিম দিকে চাঁদখেদা এলাকায় বৃত্তাকারে ঘুরে শেষ হবে।                                      

প্রসঙ্গত, ২০১৭-র বিধানসভা নির্বাচনে ১৮২ আসনের মধ্যে বিজেপি গুজরাতে ৯৯টি আসনে জয়ী হয়। কংগ্রেস জয়ী হয় ৭৭টি আসনে। সে বার কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল ৪১.৪ শতাংশ। এ বার সেই ভোটের প্রাপ্তিত ১২ শতাংশ কমতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। বিজেপি ৪৫.৪ শতাংশ ভোট পেতে পারে, এ বারে ভোটের প্রাপ্তি কমতে পারে তাদেরও।