শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সোনার দোকানে চুরি মামলায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik)। তা নিয়ে দু'দিন আগে নিশীথের বিরুদ্ধে ঢেঁড়া পিটিয়ে কোচবিহারের (Cooch Behar News) তুফানগঞ্জে প্রচার করেছিলেন তৃণমূলের (TNC) জেলা সভাপতি। এ বার তাঁর বিরুদ্ধেই ঢেঁড়া পিটিয়ে প্রচার করল বিজেপি (BJP)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে দু’পক্ষের এই প্রচার-যুদ্ধ এখন তুঙ্গে।
পঞ্চায়েত নির্বাচনের আগে দু’পক্ষের এই প্রচার-যুদ্ধ তুঙ্গে
১৩ বছর আগেকার সোনার দোকানে চুরির মামলা। তাতে নাম জড়িয়েছে কোচবিহারের বিজেপি সাংসদ তথা মন্ত্রীর। আর তা নিয়েই শাসক-বিরোধী প্রচার-পাল্টা প্রচারে সরগরম কোচবিহার।
মঙ্গলবার ঢেঁড়া পিটিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তুফানগঞ্জে নাককাটিগাছ এলাকায় প্রচার করে তৃণমূল। বলা হয়, "শোনো শোনো নগরবাসী, কোচবিহারের সাংসদ, আমাদের লজ্জা। কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আদালত সোনার দোকানে চুরির দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।"
আরও পড়ুন: Suvendu Adhikari: অভিষেকের বাবার দায়ের করা মানহানি মামলায় শুভেন্দুকে আদালতের হাজিরার নির্দেশ
এর পর বুধবার তুফানগঞ্জেরই নাটাবাড়ি এলাকায় তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে একই কায়দায় ঢেঁড়া পিটিয়ে প্রচারে নামে বিজেপি। দিনহাটায় বিজেপি-র শহর মণ্ডল সভাপতি অজয় রায়কে বলেন, "শোনো, কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিত্ দে ভৌমিক। তাঁর নামে মহিলাদের শ্লীলতাহানি, চুরি, ডাকাতি, ছিনতাই এর মামলা রয়েছে। উনি এলাকায় ঢুকলে এলাকার মহিলারা সকলে সাবধান থাকবেন।" কোচবিহার শহরেও মিছিল করে বিজেপি।
কোচবিহারে বিজেপি-র জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "নিশীথ প্রামাণিকের নামে তৃণমূলের জেলা সভাপতি ঢেঁড়া পেটাচ্ছে। অভিজিত্ দে ভৌমিকের নামেও একাধিক মামলা রয়েছে। তাতে চার্জশিটও জমা পড়েনি। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এ সব করা হচ্ছে।"
২০০৯ সালে আলিপুরদুয়ারে একটি সোনার দোকানে চুরির মামলা
২০০৯ সালে আলিপুরদুয়ারে একটি সোনার দোকানে চুরির মামলায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। তা নিয়ে কলকাতা হাইকোর্টে যান কেন্দ্রীয় মন্ত্রী। কলকাতা হাইকোর্ট গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ দেয়। পঞ্চায়েত ভোটের মুখে সেই নিয়েই তরজায় তৃণমূল ও বিজেপি।
এর আগে, কোচবিহারে দলীয় সভা থেকে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার ফরমান জারি করেন উদয়ন গুহ। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কার্যত লোকসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করতে বলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এই নিয়ে একে অন্যের বিরুদ্ধে সুর চড়ায় বিজেপি-তৃণমূল।