নাগরাকাটা: ভোটমুখী বঙ্গে এবার নতুন স্লোগান তরজা। বিজেপি নেতাদের দাবি করা ‘সোনার বাংলা’ স্লোগানের পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেস আরও একটু শান দিল ‘জয় বাংলা’ স্লোগানে। জলপাইগুড়ির নাগরাকাটার জনসভা থেকে স্লোগান-দ্বন্দ্বে দেশভক্তির প্রসঙ্গ জুড়ে বিজেপিকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূলের সাংসদ কটাক্ষের সুরে বলেন, ‘তুমি সোনার বাংলা বললে দেশভক্তি, আর আমি জয় বাংলা বললে বাংলাদেশী?’


পদ্মশিবিরকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আগেই বলেছি, ওদের জয় সিয়ারাম বলিয়ে ছাড়ব। জয় বাংলা বললে বাংলাদেশি, আর সোনার বাংলা কোন দেশের? জয় বাংলা, জয়হিন্দ বলিয়ে ছাড়ব।' সেই সঙ্গে অমিত শাহের 'সোনার বাংলা' শব্দবন্ধকে নিশানা করে অভিষেক এদিন বলেন, '২০১৪ সালে আপনারা ভোটে জিতেছেন, ২০১৯ সালের নির্বাচনেও জিতেছেন। তাহলে সোনার ভারতবর্ষ গড়তে পারছো না কেন? সোনার অসম, সোনার ত্রিপুরা, সোনার উত্তরপ্রদেশ, সোনার হরিয়ানা, সোনার মধ্যপ্রদেশ হচ্ছে না কেন? এখন মানুষকে ভাঁওতা দিয়ে বলছে সোনার বাংলা গড়বে!' সঙ্গে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে তাঁর সংযোজন, ‘বলছে বাংলা ও দিল্লিতে এক সরকার দরকার। তাহলে মেনে নিচ্ছেন, এখানে সরকার নেই বলে কোনও কাজ করেননি।‘


বিজেপি-র দিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, 'যতই চেষ্টা করুন না কেন, সাত জন্মেও দিদিকে হারাতে পারবেন না। বহিরাগতদের বাংলা থেকে বিদায় নিন। সাগর থেকে পাহাড় বাংলা নিজের মেয়েকেই চায়। যারা বাংলা সংস্কৃতি জানে না, যারা বাংলা সম্পর্কে জানে না। তাদের যোগ্য জবাব দিন। যারা মা দুর্গাকে অপমান করে, তাদের যোগ্য জবাব দিন।'


উত্তরবঙ্গে সভা থেকে ফের একবার বহিরাগত আক্রমণেও শান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জোড়েন, ‘কাকে ভোট দেবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। আমরা কিন্তু মাথা নত করে ৫ বছর কাজ করব। আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? বহিরাগতদের বশ্যতা স্বীকার করুক বাংলার মেয়ে এটা কি চান? সাগর থেকে পাহাড়, জনতার রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। বহিরাগতদের দাও বিদায়, বাংলা নিজের মেয়েকেই চায়। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাঁর বিরুদ্ধে সবাইকে লাগিয়ে দিয়েছে। বলছে, বাংলা থেকে মমতাকে সরাতে হবে। বহিরাগতদের যোগ্য জবাব দিতে হবে।‘’