কলকাতা: প্রাক্তন বনমন্ত্রী আপাতত আকাশ-পথে। বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ জল্পনায় কার্যত ইতি টানার ইঙ্গিত দিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ে জানিয়ে গেলেন, ‘’বিশেষ সম্মান দেখিয়ে এই বিমান পাঠিয়েছেন অমিত শাহজি।‘’
গতকালই বিধানসভায় গিয়ে বিধায়ক পদে পদত্যাগের পর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে বাইরে বেরিয়ে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমোকেই পাঠিয়েছিলেন দল থেকে ইস্তফার বার্তা। আর যার চব্বিশ ঘণ্টার মধ্যে দিল্লি-উড়ান ধরার আগে রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, ‘অমিত শাহজি দিল্লিতে গিয়ে আলোচনায় বসতে বললেন, জানিয়েছেন থাকবেন জেপি নাড্ডাজি, এখান থেকে উড়ে যাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়জি। আলোচনার পর প্রস্তুত থাকলে আজই বিজেপিতে যোগদানের কথাও বললেন উনি।’
তবে একা নন, বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ বেশ কিছু নেতা’কেও দিল্লি নিয়ে যেতে চেয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের থেকে সবুজ সংকেত পাওয়ায় সম্ভাব্য বিজেপি উড়ানে রাজীব বন্দ্যোপাধ্যায় সঙ্গী করেছেন প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষদের।
দুদিনের রাজ্য সফরে আসার কথা ছিল অমিত শাহের। কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে বাতিল হয়ে যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠান। জোর জল্পনা ছিল, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রবিবার হাওড়ায় অমিত শাহের সভা থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ার জল্পনা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়দের।
অমিত শাহ না এলেও শেষমুহূর্তে জানা যাচ্ছে ভার্চুয়ালি হয়তো সভায় বক্তব্য রাখবেন অমিত শাহ। আর এদিন তাঁর সঙ্গে দেখা করে ফিরে আসার পর উক্ত সভা থেকেই বিজেপি উড়ান শুরু করবেন রাজীরবা।
জানা যাচ্ছে, অমিত শাহের বঙ্গসফর বাতিল হওয়ার পরই বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যোগাযোগ করা হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপরই ঠিক হয় এদিনের উড়ান সূচি। সূত্রের খবর, আজ সন্ধেয় অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই বিজেপিতে যোগ দিচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর রাতের দিকে বিশেষ বিমানেই তাদের কলকাতা ফিরে আসার কথা।
WB Election 2021: ‘শাহি’ বিমানে রাজীবের বিজেপি উড়ান! সঙ্গী প্রবীর, বৈশালী, রুদ্রনীল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2021 04:52 PM (IST)
বিমানবন্দরে দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ে জানিয়ে গেলেন, ‘’বিশেষ সম্মান দেখিয়ে এই বিমান পাঠিয়েছেন অমিত শাহজি।‘’
NEXT
PREV
রাজনীতি (politics) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -