কলকাতা: বিমান উড়ান ধরতেই ‘মমতা’ ত্যাগ রাজীব বন্দ্যোপাধ্যায়ের! অমিত শাহের পাঠানো বিশেষ বিমানে দিল্লির বিমান যখন ধরছেন রাজীব তখনও তাঁর ফেসবুক প্রোফাইলে উজ্জ্বল ‘বাংলার গর্ব মমতা’। যার কিছুক্ষণের মধ্যে যা বদলে গেল ‘মানুষের সাথে, মানুষের পাশে’ বার্তায়।
বিজেপি যোগের জল্পনা আরও একটু যেন বাড়িয়ে সেই কভার পিকচারের নীচের দিকে থাকল গেরুয়া আস্তরণ। আর পিছনে মানুষের ঢল। যদিও সেখানে ধরা দিল হালকা সবুজের আভা! যা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ, ‘রাজীব পুরোটাই নাটক করছেন।’
গতকাল যখন বিধানসভা থেকে বিধায়ক পদে ইস্তফা দিয়ে বেরিয়ে আসার সময় রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অবশ্য যার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সুপ্রিমোকেই তিনি পাঠিয়ে দিয়েছিলেন দল থেকে পদত্যাগের চিঠিও। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দল থেকে অব্যাহতির জন্য চিঠি তিনি দিয়েছেন, সেই খোঁজ নিজের ফেসবুক প্রোফাইলেও দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
ইঙ্গিতপূর্ণভাবে বিধানসভা থেকে বেরোনোর সময় হাতে ধরা ছবি গাড়িতে বসার সময় রাজীব রেখেছিলেন পিছনের সিটে। আর নিজে বসেছিলেন গাড়ির সামনের আসনে। আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করতে যখন যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তখন মুখে অমিত শাহজি-র দেওয়া সম্মানের কথা বললে
আর আজ বিজেপিতে যোগ দিতে বিশেষ বিমানে চেপে দিল্লির উদ্দেশে রওনা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে, বিকেল চারটে একচল্লিশ মিনিটেও তাঁর ফেসবুক প্রোফাইলে জ্বলজ্বল করছিল ‘বাংলার গর্ব মমতা’ স্লোগান। যদিও ঘড়ির কাঁটা পাঁচটা ছোঁয়ার আগেই তা বদলে যায়।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকের কভার পিকচারে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস উপস্থিতি অনেকক্ষণ থাকলেও বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের মত, ‘প্রোফাইলে থাকলেও মানসিকভাবে তৃণমূল কংগ্রেস থেকে অনেকটা দূরে চলে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।’
গতকালই ‘বাংলার গর্ব মমতা’ নামে এক ট্যুইটার অ্যাকাউন্টে বিজেপি বিরোধী স্লোগানে লাইক করে বসেছিলেন অর্জুন সিংহ। যা নিয়ে চরমে উঠেছিল তৃণমূল-বিজেপির তরজা! বিজেপি সাংসদের দাবি করেছিলেন, তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে এসব করা হয়েছে। এ নিয়ে কটাক্ষের সুর ছিল তৃণমূলের গলায় ৷
WB Election 2021: ‘বাংলার গর্ব মমতা’ নিয়ে বিমানে পা, উড়ান শুরুতেই সোশ্যালে রাজীবের বার্তা ‘মানুষের সাথে, মানুষের পাশে’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2021 06:16 PM (IST)
নতুন কভার পিকচারের নীচের দিকে থাকল গেরুয়া আস্তরণ। আর পিছনে মানুষের ঢল। যদিও সেখানে ধরা দিল হালকা সবুজের আভা! যা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের কটাক্ষ, ‘রাজীব পুরোটাই নাটক করছেন।’
NEXT
PREV
রাজনীতি (politics) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -