কলকাতা: ডিভিসি-র ছাড়া জলে পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা। জেলায় জেলায় বাঁধ ভেঙে বিপত্তি। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ পথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, "জলে দাঁড়িয়ে ফোটোশ্যুট করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। এখন মমতা বলছেন কিছুই জানতেন না।" অন্যদিকে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "ছবি তুলতেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন মমতা। বন্যা ঠেকাতে কী পদক্ষেপ করেছেন? বৃষ্টি তো হবেই, জল তো আসবেই নদী দিয়ে, কেউ তো জল কেটে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে না, বৃষ্টি আর জল বৃদ্ধি হলে কি সমাধান, কিচ্ছু করেননি। টাকা আসছে, কোনও কাজ করেননি, শুধু কেন্দ্রের উপর দোষ দিচ্ছেন।"
আরও পড়ুন, 'বাংলাকে আর কতবার ভাসাবেন?' ডিভিসি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার
এদিকে, দিলীপের মন্তব্যে পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, "আপনি ডিভিসি থেকে বেশি বেশি জল ছাড়বেন, আর আমরা পরিকল্পনা করব?" অন্যদিকে, বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে মাস্টার প্ল্যান তৈরির দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকার দায়ী বলে আক্রমণ করেছে বিজেপি।
নবান্নে ফিরে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। এরপর বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, কথায় কথায় মানবাধিকার কমিশন পাঠান...একটা ছোট ভোটের জন্য হাজার হাজার পুলিশ পাঠান, বিজেপির চুনোপুটি নেতারা কেন্দ্রীয় বাহিনী পায়...ডিভিসি জল ছেড়ে দেয়, বাংলা জলমগ্ন হয়, তখন একটা পয়সাও দেন না কেন? সব মিলিয়ে বাংলার জল যন্ত্রণার পাশাপাশি তুঙ্গে রাজনৈতিক তরজাও।