কলকাতা: একেবারে আলোড়ন সৃষ্টিকারী কিছু না ঘটলে, বকেয়া পুরসভা নির্বাচনেও (WB Municipal Election Result) যে রাজ্যে সবুজ ঝড় বইতে চলেছে, তা নিয়ে সন্দিহান খুব কম জনই। বুধবার সকালে ভোটগণনা শুরু হতেই তার স্পষ্ট আভাস মিলল। সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে ৩৩টিতেই জয়ী হয়েছে তৃণমূল (TMC)।


কমিশন সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত গুসকরা, ডায়মন্ড হারবার, হলদিবাড়ি, বীরভূম, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, মাল, অশোকনগর-কল্যাণগড়,  চন্দ্রকোণা, তারকেশ্বর, বোলপুর, জয়নগর, রামজীবনপুর, সিউড়ি, উলুবেড়িয়া, রামপুরহাট, রঘুনাথপুর, কোচবিহার, কান্দি, ঝাড়গ্রাম, ওল্ড মালদা, বারুইপুর পুরসভা তৃণমূলের হাতে উঠেছে। বিরোধীশূন্য হয়ে গিয়েছে সিউড়ি পুরসভা। জলপাইগুড়ির তিনটি পুরসভাই তৃণমূলের দখলে।


অন্য দিকে, হুগলির কোন্নগরে ২টি ওয়ার্ডে, বৈদ্যবাটিতে ২টি ওয়ার্ডে, ডানকুনি ১ টি ওয়ার্ডে, উত্তরপাড়া কোতরং পুরসভায় ২ টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন। বাঁকুড়ার সোনামুখীর ১টি ওয়ার্ডে, পুরুলিয়ার রঘুনাথপুরে ৫টি ওয়ার্ডে, পুরুলিয়ার রঘুনাথপুরে ১টি ওয়ার্ডে, বাঁকুড়ার ২ টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। বাঁকুড়ার ২ টি ওয়ার্ডে এবং বাঁকুড়ার ১ টি ওয়ার্ডে বামেরা জয়ী হয়েছে। বিরোধীশূন্য বজবজ। সেখানে ২০টি ওয়ার্ডেই জয়ী জোড়াফুল শিবির। দার্জিলিংয়ে ১৪টি ওয়ার্ডে জয়ী হামরো পার্টি। কাঁথি উত্তরে হারলেন বিজেপি প্রার্থী সুমিতা সিংহ। উত্তরপাড়ায় জয়ী বাম প্রার্থী।


আরও পড়ুন: WB Municipal Election 2022: পুরভোটে অক্ষত অভিষেক-গড়, ডায়মন্ড হারবার পুরসভা দখল তৃণমূলের


পুরুলিয়ার ঝালদা পুরসভায় আবার ত্রিশঙ্কু হয়ে গিয়েছে। সেখানে ৫টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল এবং কংগ্রেস। দাঁইহাট পুরসভাও তৃণমূলের দখলে গিয়েছে। ক্ষীরপাই, কালিয়াগঞ্জ, বেলডাঙাতেও জয়ী হয়েছে তারা। 


এ দিন রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। ভোটের আগেই দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। ফলে ভোটগণনা চলছে ১০৭টি পুরসভার। মোট ওয়ার্ড ২ হাজার ১৭১টি। মোট প্রার্থীর সংখ্যা ৮ হাজার ১৬০ জন। পুরভোটের লড়াইয়ে রয়েছেন বিজেপির ৬ বিধায়ক। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।