আশাবুল হোসেন, কলকাতা: তারকাদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার ধারা অব্যাহত। তৃণমূলে যোগ দিলেন গায়িকা অদিতি মুন্সি, অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়, অভিনেতা ধীরাজ পণ্ডিত। বিজেপি ছেড়ে রাজ্যের শাসক দলের পতাকা হাতে নিলেন গাড়ুলিয়া পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন ঊষা চৌধুরীও।
বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের রাজনীতিতে যোগ দেওয়ার যে পর্ব শুরু হয়েছে, প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার আগেও তা অব্যাহত। এদিন তৃণমূল ভবনে ঘাষফুলের পতাকা হাতে তুলে নিলেন অদিতি মুন্সি।টিভি সিরিয়ালের অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়,অভিনেতা-পরিচালক ধীরাজ পণ্ডিত , গাড়ুলিয়া পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন ঊষা চৌধুরী।
তৃণমূল ভবনে অদিতির হাতে দলের পতাকা তুলে দেন সৌগত রায়।
সুভদ্রারা যোগ দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার হাত ধরে।
কেন রাজনীতিতে আসা?
তা নিয়ে গত কয়েক দিন ধরে বিভিন্ন তারকারা যা বলে এসেছেন, প্রায় একই রকম দাবি করলেন এদিন তৃণমূলে যোগ দেওয়া তারকারাও।
অদিতি মুন্সি বললেন, উন্নয়নের শরিক হতে চাই। দিদির হাত আরও শক্ত করতে চাই। সুভদ্রা বলেছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশে মোহভঙ্গ হয়েছে। মনুষ্যত্ব যাঁদের আছে, তাঁরা বিজেপি ছেড়ে দেবেন। দিদির পাশে সবাইকে দাঁড়ানো উচিত। বিজেপির মতো ফ্যাসিস্ট দলকে আটকাতে পারেন মমতাই’।
সুভদ্রা ‘বউ কথা কও’, ‘সাধারণ মেয়ে’-র মতো সিরিয়ালের জনপ্রিয় মুখ। গত বছর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার হাতে নিলেন তৃণমূলের পতাকা।
ঊষা চৌধুরী আগে বিজেপিতে ছিলেন। তিনিও বিজেপি ছেড়ে এলেন তৃণমূলে।
এবার বিধানসভা ভোটের মুখে তৃণমূল ও বিজেপি, দুই দলেই কার্যত লাইন দিয়ে যোগ দিচ্ছেন তারকারা।
সোমবার বিজেপিতে যোগ দেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।বুধবার তৃণমূলে যোগ দেন টালিগঞ্জের তারকা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়!
এর আগে অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, অভিনেতা কাঞ্চন মল্লিক, পরিচালক রাজ চক্রবর্তীরা তৃণমূলে নাম লিখিয়েছেন, তেমনই পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলী বিশ্বাস, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, অতনু রায়, কৌশিক রায়, ও রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা-অভিনেত্রীরা।
এখন দেখার, এঁদের মধ্যে কাদের নাম প্রার্থী তালিকায় রাখে তৃণমূল ও বিজেপি।